এক ক্লিকেই তথ্য
২৩ জানুয়ারি ২০১৬, ২০:০৩
কাগজ-কলমের ব্যবহার শেষ, তথ্যপ্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে বিদ্যালয় পরিদর্শন কার্যক্রম। তথ্যপ্রযুক্তির ব্যবহারে পরিদর্শনের ছক পূরণ করে কেন্দ্রীয় সার্ভারে আপলোডের পর এক ক্লিকেই চলে আসছে বিদ্যালয়ের সব তথ্য।
সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে ই-ইন্সপেকশনের ফলে পরিদর্শন কার্যক্রম সহজ হচ্ছে। পাশাপাশি শিক্ষকদের উপস্থিতির সঙ্গে পড়ালেখার মানসহ অন্যান্য সূচকে ইতিবাচক পরিবর্তন আসছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা।
একটি পাইলট প্রকল্পের আওতায় তিন জেলায় পাঁচ উপজেলায় বিদ্যালয় পরিদর্শনে ই-ইন্সপেকশন কার্যক্রম মূল্যায়নে প্রাথমিক শিক্ষা অধিদফতর আরও দাবি করছে, এতে অর্থ ও সময়ের অপচয় রোধ এবং সমস্যার সমাধানে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া যাচ্ছে।
প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরীবিক্ষণ ও মূল্যায়ন বিভাগ ‘স্ট্রেংথনদেন স্কুল মনিটরিং সিস্টেম’ বা ‘স্কুল পরিদর্শন জোরদার’ প্রকল্পের আওতায় বর্তমানে গাজীপুরের কাপাসিয়া ও কালিয়াকৈর, মানিকগঞ্জের ঘিওর ও সাটুরিয়া এবং মেহেরপুর সদর উপজেলায় ই-ইন্সপেকশন পরিচালনা করছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন