সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
১৩ মে ২০১৬, ১১:১৫
প্রয়াত প্রতিমন্ত্রী এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য প্রমোদ মানকিনের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে তার মরদেহ গতকাল বৃহস্পতি বার বিকেলে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় রাখা হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রয়াতের কফিনে ফুল দিয়ে তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। পরে তিনি দলের প্রধান হিসাবে আওয়ামী লীগের পক্ষে কফিনে ফুল দেন।
শেখ হাসিনা তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং প্রয়াত নেতার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাদের প্রতি শোক ও সহানুভূতি জানান।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ভূমি প্রতিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, আওয়ামী লীগের সিনিয়র নেতা ডা. দীপু মনি, ড. হাছান মাহমুদ, ফারুক খান, আব্দুস সোবহান গোলাপ, সংসদ সদস্য এবং দলের বিপুলসংখ্যক নেতা-কর্মী, শুভাকাঙ্খি ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা এ সময় উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি আবদুল হামিদের পক্ষে তাঁর সামরিক সচিব প্রতিমন্ত্রীর কফিনে ফুল দেন। এ ছাড়া স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী, জাতীয় সংসদের চীফ হুইপ এএসএম ফিরোজ, হুইপ, বিরোধী দলীয় নেতার পক্ষে বিরোধী দলীয় হুইপ মোহাম্মদ সেলিম ফুল দিয়ে প্রমোদ মানকিনের প্রতি শ্রদ্ধা জানান।
পরে এই প্রবীণ নেতাকে গার্ড অব অনার দেয়া হয়। তার সহকর্মীরা তার জীবন ও কর্মের ওপর স্মৃতিচারণ করেন।পরে আর্চ বিশপ প্যাট্রিক ডি রোজারিও প্রয়াত নেতার আত্মার শান্তি কামনায় বিশেষ প্রর্থনা করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন