প্রচ্ছদ

চিকিৎসায় ট্যারা চোখ ঠিক করা যায়

১৪ মে ২০১৬, ১১:৫১

ফেঞ্চুগঞ্জ সমাচার

pic-08_127278ট্যারা চোখ একধরনের দৃষ্টিত্রুটি। চোখ ডানে-বামে বা ওপর-নিচে ট্যারা হতে পারে। অনেক সময় এমনিতে সমস্যাটা বোঝা যায় না, কিন্তু কোনো একদিকে তাকালে স্পষ্ট হয়। এ সমস্যার ধরন অনুযায়ী বিভিন্ন চিকিৎসা হয়ে থাকে। সঠিক চিকিৎসায় ট্যারা চোখ পুরোপুরি ঠিক হয়ে যায়। তবে যত কম বয়সে এই চিকিৎসা শুরু করা যায়, ততই মঙ্গল। তাই শিশুর মা-বাবা ও অভিভাবকদের সচেতনতা জরুরি।
ট্যারা চোখ নিয়েই কোনো শিশুর জন্ম হতে পারে। সাধারণত শিশুর বয়স দুই বছর পেরোনোর পর এটা ধরা পড়ে। ভাইরাসের সংক্রমণ, মস্তিষ্কে পানি জমা, অপরিণত ও স্বল্প ওজন নিয়ে জন্ম এবং স্নায়ুজনিত সমস্যা ও চোখের মাংসপেশির অস্বাভাবিকতার কারণে চোখ ট্যারা হতে পারে। মা-বাবা বা নিকটাত্মীয়ের চোখ ট্যারা থাকলে সেটাও একটা ঝুঁকি। অনেকেরই প্রশ্ন, ট্যারা চোখ ভালো হয় কি না বা এর চিকিৎসার আদৌ দরকার আছে কি না।
এ ক্ষেত্রে পরামর্শ: চোখ ট্যারা হলে যত দ্রুত সম্ভব চিকিৎসা শুরু করতে হবে। নইলে চোখের গঠন বা আকৃতিতে ত্রুটি দেখা দিতে পারে এবং দৃষ্টিশক্তির স্থায়ী ক্ষতি হতে পারে।
চিকিৎসা: ট্যারা চোখের চিকিৎসায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় বিশেষ চশমা। এটা অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দীর্ঘদিন ব্যবহার করতে হবে। এ ছাড়া চোখের কিছু ব্যায়াম আছে, যা সূক্ষ্ম মাংসপেশিগুলোর দক্ষতা বাড়াতে সহায়ক। এতে করে ট্যারা-সমস্যা কমে। কিছু কিছু ক্ষেত্রে চোখের মাংসপেশিতে বিশেষ ইনজেকশন প্রয়োগ করা হয়। এতে না সারলে অন্য চিকিৎসা দিতে হয়।

অধ্যাপক শারফুদ্দিন আহমেদ
চক্ষু বিশেষজ্ঞ ও সহ-উপাচার্য, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
5Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার