প্রচ্ছদ

কর ফাঁকি দেওয়ার কথা স্বীকার করলেন ইমরান খান

১৪ মে ২০১৬, ১৫:৫০

ফেঞ্চুগঞ্জ সমাচার
ডনের প্রথম পাতা

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের চেয়ারম্যান ইমরান খান একটি অফশোর কোম্পানি মারফত লন্ডনে ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেছেন।ব্রিটিশ কর ফাঁকি দিতেই ওই কোম্পানির দ্বারস্থ হওয়ার কথাও জানান এই নেতা। ইমরান খানের এই স্বীকারোক্তি নিয়েই আজকের একটি শিরোনাম করছে পাকিস্তানের সংবাদমাধ্যম ডন।

ডনের প্রথম পাতা

ডনের প্রথম পাতা

লন্ডনের হিথরো বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইমরান বলেন, ‘যেহেতু আমি ব্রিটিশ নাগরিক নই, তাই আমাকে ওই কোম্পানির মাধ্যমেই ফ্ল্যাট কিনতে হয়েছে।আমি ইতোমধ্যেই আমার আয়ের ৩৫ শতাংশ কর হিসেবে দিচ্ছি সেখানে।’

ইমরান আরও জানান, ১৯৮৩ সালে লন্ডনের ওই ফ্ল্যাটটি কিনেছিলেন তিনি।

এদিকে, ইমরানের এই স্বীকারোক্তিতে প্রবল প্রতিক্রিয়া দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের কন্যা মরিয়ম নওয়াজ নিজের টুইটারে ইমরান খানের কঠোর সমালোচনা করেন ও তাকে ‘কপট’ বলে উল্লেখ করেন। কেননা, কিছুদিন আগেই ইমরান নিজের টুইটারে লিখেছিলেন, মানুষ সাধারণত অবৈধ সম্পদ লুকাতেই অফশোর কোম্পানিগুলোর কাছে যায়।

আরও পড়ুন: ‘নতুন মন্ত্রিসভার সবাই শ্বেতাঙ্গ পুরুষ’

এদিকে, পিটিআই (পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ) এর মুখপাত্র নাইমুল হকও লন্ডনের সাউথ কিংসটনে ওই ফ্ল্যাট কেনার কথা স্বীকার করেন। ইমরান আগে এই বিষয়ে কথা বলেননি কেন- জানতে চাইলে নাইমুল হক জানান, তিনি ভুলে গিয়েছিলেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার