মার্কিন হুমকি ব্যর্থ করে দেবে রাশিয়া: পুতিন
১৪ মে ২০১৬, ১৯:১৯
মধ্য ইউরোপের দেশ রোমানিয়ায় যুক্তরাষ্ট্রের নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটি চালুর কঠোর সমালোচনা করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশ উদীয়মান এই হুমকি ব্যর্থ করে দেবে।
পুতিনের অভিযোগ, রাশিয়ার পারমাণবিক শক্তি দুর্বল করাই এর অন্যতম লক্ষ্য। বিষয়টিকে জাতীয় নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হিসেবেও দেখছে রাশিয়া। এমনকি এর ফলে উভয় দেশের মধ্যে সম্পর্কের অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গত বৃহস্পতিবার রোমানিয়ার দেভেসেলু শহরে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতিরক্ষা কর্মকর্তারা এই ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ঘাঁটির উদ্বোধন করেন। যুক্তরাষ্ট্র বলছে, মূলত ইউরোপের ন্যাটোভুক্ত সদস্য দেশগুলোকে সুরক্ষিত রাখার জন্যই এই প্রতিরক্ষা ব্যবস্থাটি চালু করা হচ্ছে। এই ঘাঁটি ব্যবহার করে ক্ষুদ্র ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র প্রতিরোধ করা সম্ভব হবে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রকে মোকাবিলা করা ওই প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম লক্ষ্য বলে জানান মার্কিন কর্মকর্তারা।
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রাশিয়ার এই আগ্রাসী মনোভাবে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন। ন্যাটোও এই প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার জন্য কোনো হুমকি নয় বলে জানিয়েছে।
অন্যদিকে শনিবার মস্কোতে রুশ কর্মকর্তাদের উদ্দেশে পুতিন বলেন, এটি কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নয়, বরং মার্কিন কৌশলগত পারমাণবিক অস্ত্রের পরিধি বৃদ্ধির অংশ এটি। তিনি আরো বলেন, যারা এই সিদ্ধান্ত নিয়েছেন তারাও ভালোভাবে জানেন যে এখন পর্যন্ত এই এলাকা শান্ত ও নিরাপদ। তারপরও যারা এখানে ক্ষেপণাস্ত্র মোতায়েন ও প্রতিরক্ষার মতো ব্যবস্থা গড়ে তুলেছেন তাদের মনে করিয়ে দিতে চাই এ ধরনের হুমকি কীভাবে ব্যর্থ করে দিতে হয় রাশিয়ার তা জানা আছে। সূত্র: বিবিসি
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন