আজ প্রধানমন্ত্রী লন্ডন যাচ্ছেন
১৫ মে ২০১৬, ০৯:১০
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ রোববার লন্ডনের উদ্দেশে যাত্রা করবেন। বুলগেরিয়ায় অনুষ্ঠেয় গ্লোবাল উইমেন লিডারস ফোরামে যোগ দিতে তিনি সেখানে যাবেন। তিনি আজ রোববার সকাল সাড়ে ১০টায় বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে লন্ডনের উদ্দেশে রওনা হবেন বলে প্রধামন্ত্রীর কার্যালয় জানিয়েছে।
লন্ডনে দুই দিন অবস্থানের পর বুধবার থেকে শুক্রবার বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন তিনি।
ওই ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রধানমন্ত্রী মূল বক্তা হিসেবে বক্তব্য দেবেন বলে তার প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন। বিশ্বের বিভিন্ন দেশ ও সংস্থার নারী নেতারা উইমেন লিডারস ফোরামে অংশ নেবেন।
সেখান থেকে বুধবার স্থানীয় সময় দুপুর সোয়া ১টায় সোফিয়ায় পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। বিকালে বুলগেরিয়ার প্রেসিডেন্ট রোসেন প্লেনেলিয়েভের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন তিনি।
শুক্রবার বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে একান্ত ও দ্বিপক্ষীয় বৈঠক করবেন বুলগেরিয়ার প্রধানমন্ত্রী বয়কো বরিসভ। বৈঠকের পর চুক্তি হওয়ার কথা রয়েছে।
সব মিলেয়ে ৭ দিন বিদেশ সফর শেষে ২১ মে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন