ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমায়
২৪ মে ২০১৬, ১৯:৩৯
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ১৩টি গ্রামের ২০ হাজার লোক পানিবন্দি হয়ে পড়েছে। অতিবৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলের পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় উপজেলার বিভিন্ন সড়ক বন্যার পানিতে তলিয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের ১৭৪ নং ফেঞ্চুগঞ্জ গেজ ষ্টেশন জানায়,অতিবৃষ্টি উজান থেকে নেমে আসা ঢলের কারণে কুশিয়ারা নদীর পানি ফেঞ্চুগঞ্জ উপজেলার বিপদসীমার ১০৬ সেন্টিমিটার ওপর দিয়ে প্রভাহিত হচ্ছে। এতে উপজেলার নদীর তীরবর্তী গ্রামগুলোতে বন্যা দেখা দিয়েছে। তলিয়ে গেছে উপজেলার বিভিন্ন হাট-বাজার। বন্যার পানিতে পানিবন্দি হয়ে পড়েছে উপজেলার পিঠাইটিকর,গুচ্ছগ্রাম,বাঘমারা,গয়াসী,ভেলকোনা,সুড়িকান্দি,শাইলকান্দি,ছত্তিশ, সোনাপুর, উত্তর ইসলামপুর,মঈনপুর,ভরাউট,গুচ্ছগ্রাম। ফেঞ্চুগঞ্জ পূর্ববাজার,ইন্তাজ আলী সুপার মাকের্ট,সুপার মার্কেট আবাসিক এলাকা। বন্যার পানিতে তলিয়ে গেছে ফেঞ্চুগঞ্জ মধ্যবাজার সড়ক। বন্যার পানিতে ক্ষতিগ্রস্ত সড়কগুলোর মধ্যে রয়েছে-ফেঞ্চুগঞ্জ বাজার উপজেলা সড়ক,হাসপাতাল-ফেঞ্চুগঞ্জ রেলষ্টেশন সড়ক,পিটাইটির-বাঘমারা সড়ক। ইতিমধ্যে উপজেলার ৫টি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত গ্রামগুলোর তালিকা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ে প্রেরণ করা হয়েছে। ফেঞ্চুগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় পাল বলেন, আমাদের ইউনিয়নের বন্যার পানিতে যে সকল গ্রাম ক্ষতিগ্রস্ত হয়েছে তার তালিকা পি,আই,ও অফিসে পাঠিয়ে দিয়েছি। বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরী ভিত্তিতে সাহায্য করা প্রয়োজন। এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধঁন কান্তি সরকার বলেন, ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নের বন্যাকবলিত গ্রামগুলোর তালিকা পাওয়ার সাথে সাথে জেলা প্রশাসকের বরাবরে প্রতিবেদন প্রেরণ করা হবে।