প্রচ্ছদ

যার সাথে বিয়ে হলো মাহির

২৫ মে ২০১৬, ১০:০৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

22287চিত্রনায়িকা মাহির বিয়ের খবর প্রকাশ হয় মঙ্গলবার সন্ধ্যায়। অনুসন্ধানে পাওয়া গেল মাহির বধূবেশের ছবি এবং  স্বামীর ছবিও পাওয়া গেছে।

তার স্বামীর নাম মাহমুদ পারভেজ অপু। তিনি পেশায় ব্যবসায়ী এবং সিলেটের কদমতলী এলাকার সন্তান। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর উত্তরাতে মাহির নিজের বাসায় কাবিননামা সম্পন্ন হয়। এতে উভয় পরিবারের সদস্যরাই শুধু উপস্থিত ছিলেন।

নিজের বিয়ে প্রসঙ্গে মাহি বলেন, আলহামদুলিল্লাহ্ নতুন জীবন শুরু করলাম। আমি চলচ্চিত্রকে ভালোবাসি, পাশাপাশি সংসার জীবনটাও নিজের মতো উপভোগ করতে চাই। তাই সবার কাছে দোয়া চাই যেন আমরা সুখে থাকতে পারি, ভালো থাকি।

মাহি জানালেন, খুব শিগগির ধুমধাম করে বিয়ের অানুষ্ঠানিকতা সম্পন্ন করার ইচ্ছা আছে তার।

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার