বৃহস্পতিবার জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী
২৫ মে ২০১৬, ১৬:৫২
জাপানের নাগোয়ায় অনুষ্ঠিতব্য জি-সেভেন সম্মেলনে যোগ দিতে বৃহস্পতিবার সকালে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আগামী শুক্রবার শুরু হওয়া এই সম্মেলনে যোগদানকালে জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে ছাড়াও ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে বৈঠক করবেন শেখ হাসিনা।
টোকিওতে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি কমপ্লেক্সের উদ্বোধনও ছাড়াও জাপান প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায়ও যোগ দেবেন তিনি।
শুক্রবার সকালে নাগোয়ায় জি-সেভেন আউটরিচ সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। নাগোয়া থেকে শনিবার দুপুরে টোকিও যাবেন তিনি।
টোকিওতে বিকালে বাংলাদেশ দূতাবাসের নতুন চ্যান্সেরি ভবন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
প্রবাসী বাংলাদেশিদের দেওয়া সংবর্ধনায় যোগ দিয়ে রবিবার সন্ধ্যায় টোকিও থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন প্রধানমন্ত্রী।