প্রচ্ছদ

বালাগঞ্জে বৃষ্টি উপেক্ষা করে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহন

২৮ মে ২০১৬, ১৫:২৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileনাহিদ সুলতান পাওয়া বালাগঞ্জ থেকে, শনিবার, ২৮ মে ২০১৬ :: সিলেটের বালাগঞ্জ উপজেলায় বৃষ্টি উপেক্ষা করে নির্বাচনে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। সকাল সাড়ে আটটা থেকে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ শুরু হয়েছে।

সকাল আটটা থেকেই অধিকাংশ ভোটকেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যায়। নির্বাচনকে কেন্দ্র করে উপজেলারজুড়ে কঠোর নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। এতে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ভোটাররা।

দুপুর সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত এ উপজেলার কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এ উপজেলার মোট ভোটার সংখ্যা ৭৫ হাজার। মোট ৫৫টি ভোটকেন্দ্রের মাঝে ঝুঁকিপুর্ণ রয়েছে ২৫টি। এ উপজেলার চেয়ারম্যান পদে ২৯ জন, সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫২ জন ও সাধারণ সদস্য পদে ২০৫ জন প্রার্থী সহ মোট ২৮৬ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার