এক হাজার ৬শ জনকে এমপিওভুক্তির সিদ্ধান্ত
৩০ মে ২০১৬, ২২:১৬
এক হাজার পাঁচশত পঁচাশি জন নতুন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত (বেতন-ভাতার সরকারি অংশ) করার সিদ্ধান্ত হয়েছে। কাগজ জালিয়াতি করে নতুন করে আবেদন জমা দেয়া কয়েকজন সহকারী গ্রন্থাগারিকেও এমপিওভুক্তির সিদ্ধান্ত হয়েছে বলে জানা গেছে।
রোববার (২৯ মে) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ফাহিমা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত মে মাসের এমপিওর সভা এসব সিদ্ধান্ত হয়। শিক্ষা মন্ত্র্ণালয়ের প্রতিনিধি ও নয় জন উপ-পরিচালকসহ সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন।
সভা শেষে কয়েকজন কর্মকর্তা শিক্ষা বিষয়ক দেশের একমাত্র জাতীয় পত্রিকা দৈনিকশিক্ষাকে জানান, নতুন এক হাজার পাঁচশত পঁচাশি জন শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। পাঁচশ ঊনসত্তর জনকে টাইম স্কেল ও ছয়শ সাতান্ন জনকে বি এড স্কেল দেয়ারও সিদ্ধান্ত হয়েছে।
এছাড়াও প্রতিষ্ঠান পরিবর্তন তিনশ তিন জন ও একশ একত্রিশ জনকে প্রভাষক থেকে সহকারি অধ্যাপক পদে পদোন্নতি দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সভায় ভুল সংশোধন অনুমোদন এক হাজার দুইশ ত্রিশ জনের। বকেয়া বেতন তিনশ একুশ জনের।
মার্চ মাসে নতুন এমপিওভুক্ত হয়েছিলেন তিন হাজার ৫৯৭ জন শিক্ষক-কর্মচারী। প্রতি দুই মাসে একবার এমপিওর সভা অনুষ্ঠিত হয়।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন