প্রচ্ছদ

ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কে রাস্তার পাশের গাছ কাটছিলো চোর, নিহত১ যাত্রী

০১ জুন ২০১৬, ০৯:১২

ফেঞ্চুগঞ্জ সমাচার

1464750406040ফেঞ্চুগঞ্জ-সিলেট সড়কের রাস্তার পাশের গাছ কেটে নিচ্ছিলো চোরেরা। হঠাৎ একটি কাটা গাছ কেটে পড়ে রাস্তা দিয়ে চলন্ত অটোরিকশা ও প্রাইভেটকারের উপর। ঘটনাস্থলেই প্রাণ যায় এক যাত্রী। আহত হন আরো অন্তত ৭ যাত্রী। আহত ও নিহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বুধবার রাত সাড়ে দশটার দিকে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কের দক্ষিণ সুরমা ও ফেঞ্চুগঞ্জ উপজেলার মধ্যবর্তী বরইতল নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম  এমরান আহমদ (২৬)। তিনি ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া এলাকার বাদেদেউলি এলাকার বাসিন্দা।

দুর্ঘটনাকবলিত অটোরিকশাটি ফেঞ্জুগঞ্জের দিকে যাচ্ছিলো ও প্রাইভেটকারটি সিলেটের দিকে আসছিলো।

এতে আহতদের মধ্যে পারভেজ, পাভেল ও কামরান বাকী আহতদের নাম জানা যায়নি।

ঘটনাস্থল থেকে দক্ষিণ সুরমা থানার ওসি খায়রুল ফজল বলেন, রাস্তার পাশের একটি মরা গাছ কেটে নিচ্ছিলো কয়েকজন চোর। হঠাৎ একটি গাছ গিয়ে পড়ে সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়ক দিয়ে চলাচলকারী একটি সিএনজি চালিত অটোরিকশা ও একটি প্রাইভেটকারের উপর। এতে দুটি গাড়িই দুমড়ে মুছড়ে যায়।

এতে ৭/৮ জন আহত হন জানিয়ে খায়রুল ফজল বলেন, আহতদের উদ্ধার করে ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে। তবে রাস্তায় একজন মারা গেছেন বলে শুনেছি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
52Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার