বাজেট অধিবেশন চলবে ২৮ জুলাই পর্যন্ত
০২ জুন ২০১৬, ০৯:৫৩
দশম জাতীয় সংসদের একাদশ (বাজেট) অধিবেশন আগামী ২৮ জুলাই পর্যন্ত চালানোর সিদ্ধান্ত নিয়েছে সংসদের কার্য উপদেষ্টা কমিটি।
বুধবার বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় বাজেট অধিবেশন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী হাসপাতালে ভর্তি থাকায় ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়ার সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।
এর আগে সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে আগামী ২৮ জুলাই পর্যন্ত অধিবেশন চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়।
কমিটির বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রমজানের আগ পর্যন্ত প্রতিদিন বিকেল ৫টায় সংসদের বৈঠক শুরু হবে। আর রমজান মাসে সকাল ১০টায় বৈঠক শুরু হবে। তবে বাজেট পেশের দিন বিকেল সাড়ে তিনটায় সংসদের বৈঠক শুরু হবে।
অধিবেশনের শুরুতেই ডেপুটি স্পিকার তার স্বাগত বক্তব্যে বাজেট অধিবেশনে সংসদ সদস্যদের ভূমিকা রাখার আহ্বান জানান। এরপর সভাপতিমন্ডলীর সদস্য নির্বাচন করা হয়। যারা স্পিকার ও ডেপুটি স্পিকারের অনুপস্থিতিতে বৈঠক পরিচালনা করবেন। এরপর শোক প্রস্তাব আনা হয়। সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিনের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব আনার পর তার জীবনী নিয়ে স্মৃতিচারণ করেন কয়েকজন।
আর এটি বর্তমান সরকারের তৃতীয় বাজেট অধিবেশন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট পেশ করবেন। এটি হচ্ছে বাংলাদেশের ৪৫তম এবং আওয়ামী লীগ সরকারের ১৪তম বাজেট। আর অর্থমন্ত্রী হিসেবে আবুল মাল আবদুল মুহিতের দশম বাজেট।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন