তিন লাখ ২৮ হাজার সরকারি পদ খালি’
১৬ জুন ২০১৬, ২০:২৫
জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম জানিয়েছেন, মন্ত্রণালয়সহ বিভিন্ন সরকারি দফতরে সোয়া তিন লাখেরও বেশি পদ শূন্য আছে।
আজ বৃহস্পতিবার সংসদে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০১৫ সালের ডিসেম্বর মাস পর্যন্ত সংগৃহীত তথ্য অনুযায়ী বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর এবং দফতরগুলোতে তিন লাখ ২৮ হাজার ৩১১টি পদ শূন্য রয়েছে।
অধিবেশনের শুরুতে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া প্রশ্নোত্তর টেবিলে উত্থাপন করেন।
ওয়াসিকা আয়শা খানের প্রশ্নে জনপ্রশাসন মন্ত্রী বলেন, সাধারণত নতুন কোনো দপ্তর সৃষ্টি কিংবা বিদ্যমান কোনো দপ্তরের কার্যক্রমের পরিধি বৃদ্ধি ঘটলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের চাহিদার পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় নতুন পদ সৃজনে প্রচলিত বিধি অনুযায়ী সম্মতি প্রদান করে থাকে।
মনিরুল ইসলাম মিলনের প্রশ্নে তিনি জানান, গত ডিসেম্বর পর্যন্ত বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদফতর এবং দফতরগুলোতে ১৩ লাখ ৮২ হাজার ৩৯৩ জন কর্মরত আছে।
নুরুন্নবী চৌধুরীর প্রশ্নে সৈয়দ আশরাফ জানান, সরকারি দফতরগুলোতে কর্মরতদের মধ্যে নারী তিন লাখ ৭৮ হাজার ৩৫৪ জন এবং পুরুষ ১০ লাখ চার হাজার ৩৯ জন।
বিডিনিউজ।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন