একটি মহল দেশে গুপ্ত হত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার নীল নকশায় লিপ্ত রয়েছে— মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি
১৭ জুন ২০১৬, ০০:৫৭
দক্ষিণ সুরমা প্রতিনিধি ঃ
সিলেট-৩ আসনের এমপি ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, মাদক সহ বিভিন্ন অপরাধ দমনে আইন-শৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় হতে হবে। জঙ্গি দমনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি জনগণকে সচেতন হতে হবে। একটি মহল দেশে গুপ্ত হত্যা চালিয়ে দেশকে অস্থিতিশীল করার নীল নকশায় লিপ্ত রয়েছে। তাদের এই হীন উদ্দেশ্য জনগণের প্রতিরোধের মুখে সফল করতে দেয়া হবে না। তিনি আরো বলেন, সিলেট-ফেঞ্চুগঞ্জ সড়কে অতিরিক্ত ভারী পাথর বোঝাই ট্রাক চলাচল করায় সড়ক ও বিভিন্ন ব্রীজ কালভার্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য আমি সিলেটের ডিআইজি, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক এবং জনপথ বিভাগের উর্ধ্বতন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি। যাতে সড়কটি সিলেটের সাথে সারা দেশে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন না হয়। এ ব্যাপারে জরুরী পদক্ষেপ গ্রহণের জন্য।
এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১৬ জুন শুক্রবার বিকেলে দক্ষিণ সুরমা উপজেলার আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহেদ মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ আবু জাহিদ, ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা পান্না।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভ‚মি বিজেন ব্যানার্জী, দক্ষিণ সুরমা থানার ওসি (তদন্ত) ছাহাবুল ইসলাম, মোগলাবাজার থানার ওসি (তদন্ত) রীতা বেগম, দক্ষিণ সুরমা পুলিশ ফঁড়ি ইনচার্জ রিপন দাস, জেলা আওয়ামীলীগ নেতা কবির উদ্দিন আহমদ, আলহাজ¦ মইনুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হাজী সাইফুল আলম, যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা আজিজ আহমেদ মালিক, দক্ষিণ সুরমা প্রেসক্লাব সভাপতি আজমল খান, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম মুসিক, লতিফা শফি ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিরুল আলম খান, বরইকান্দি ইউপি চেয়ারম্যান আলহাজ¦ হাবিব হোসেন, মোগলাবাজার ইউপি চেয়ারম্যান মাহমুদুল হক সুহেল, দাউদপুর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম আলম, কামাল বাজার ইউপি প্রশাসক চন্দন দত্ত, মোল্লারগাঁও ইউপি প্যানেল চেয়ারম্যান জবরুল ইসলাম জগলু, সালমা বাছিত, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল মুন্তাকিম, উপজেলা কৃষি কর্মকর্তা আবাহন মজুমদার, উপজেলা প্রকৌশলী দূর্গেশ রঞ্জন দত্ত প্রমুখ।
এর আগে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে প্রতিযোগীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এছাড়া তিনি বয়স্ক ভাতা বই ও প্রতিবন্ধিদের ভাতা বই বিতরণ করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন