প্রচ্ছদ

দ্রুত গতিতে ছুটবে স্বপ্নের লাল-সবুজ ট্রেন

২১ জুন ২০১৬, ১৪:০৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

images-3লাল-সবুজ ট্রেনকে ঘিরে পদ্মাপাড়ের রাজশাহীতে এখন কৌতুহলের শেষ নেই। আরামদায়ক ভ্রমণে নিরাপদ ও দ্রুতগতির এই চকচকে ট্রেনটি রাখা হয়েছে রাজশাহী রেলস্টেশনে। সেটি এখন স্টেশনের ৩ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে।

এ ট্রেনে ওঠার জন্য উৎসুক মানুষের যেন তর সইছে না। কিন্তু আগামী ২৫ জুন উদ্বোধনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে তাদের।

তবে ঘণ্টায় সর্বোচ্চ ১৪০ কিলোমিটার গতিতে চলার কথা থাকলেও আপাতত তা হচ্ছে না। দেশের মাটিতে প্রথমবারের মতো চালু হতে যাওয়া দ্রুতগতির অত্যাধুনিক এ ট্রেনটি চলবে ঘণ্টায় ১০০ কিলোমিটার বেগে। তবে পর্যায়ক্রমে রেলট্র্যাক আধুনিকায়নের পর ট্রেনটির গতিসীমা আরও বাড়বে।

পশ্চিমাঞ্চল রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, পবিত্র ঈদ-উল ফিতরে যাত্রী পরিবহরে বিশেষ আকর্ষণ হিসেবে ভারত ও ইন্দোনেশিয়া থেকে আনা দু’টি ট্রেন আগামী ২৫ জুন আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ট্রেন দু’টি ঢাকা-রাজশাহী ও ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলের কথা রয়েছে।

তবে ট্রেন দু’টির নাম এখন চূড়ান্ত হয়নি। এছাড়া ঢাকা-চট্টগ্রাম রুটে ২৫ জুন উদ্বোধনের পর থেকে চলাচলের কথা চূড়ান্ত হলেও রাজশাহী-ঢাকা রুটের বিষয়টি এখনও অপেক্ষমান। তবে একই দিন থেকে ট্রেন চলাচল শুরু করার সব ধরনের প্রস্তুতি রয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার