প্রচ্ছদ

নানা সংকটে বালাগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসা সেবা ব্যাহত

২৪ জুন ২০১৬, ১১:১৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

fileরজত দাস ভুলন, বালাগঞ্জ থেকে: বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মূল্যবান যন্ত্রপাতি দীর্ঘ কয়েক বছর যাবৎ অকেজো হয়ে পড়ে আছে। কয়েক দশক আগে নির্মিত হাসপাতালের ভবন গুলো জরাজীর্ন হয়ে গেছে। নেই নিরাপত্তা দেয়াল।

এছাড়া দীর্ঘ দিন বন্ধ থাকার পর অযত্নে আর অবহেলায় নষ্ট হয়ে পড়ে আছে এ্যানেস্থেশিয়া, সিজারিয়ান সেট, ইনকিউবেটর, স্পাকিং মেশিন ও ডায়াথার্মি সহ অনেক মূল্যবান যন্ত্রপাতি।

হাসপাতাল সুত্রে জানা গেছে, ২০০৬ সালে হাসপাতালের এ্যাম্বুলেন্সটি নষ্ট হওয়ার পর দু’টি এ্যাম্বুলেন্সের দাবী করা হলেও ২০০৯ সালে নতুন একটি এ্যাম্বুলেন্স প্রদান দেয়া হয়। ২০০৪ সাল থেকে এক্স-রে মেশিন ও ২০০০ সাল থেকে জেনারেটরটি নষ্ট হওয়ায় স্বাস্থ্য সেবা প্রদান মারাত্মক ভাবে বিঘ্নিত হচ্ছে।

মেটারনিটি বিভাগটি দীর্ঘ দিন ধরে বন্ধ থাকায় গর্ভবর্তী ও প্রসূতি মায়েদের চিকিৎসা সেবা দেয়া সম্ভব হচ্ছে না। এদিকে ৩১ শয্যা বিশিষ্ট হাসপাতালে জনবল শূন্যতা, জরাজীর্ন ভবন, ওয়ার্ডের ভিতরে বৃষ্টির পানি গড়িয়ে পড়া, প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাব, চিকিৎসকরা হাসপাতাল এলাকায় অবস্থান না করা, পর্যাপ্ত ঔষধ সরবরাহ না করা, ৩১ শয্যা ৫০ শয্যায় উন্নীত করা, নানাবিধ সমস্যা নিরসন ও চিকিৎসা সেবার সার্বিক মান উন্নয়নের দাবীতে এক বছর পূর্বে সচেতন বালাগঞ্জবাসীর উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ করা হয়েছিল।

মানববন্ধন পরবর্তী উর্ধ্বতন কতৃপক্ষের নিকট স্মারকলিপিও দেয়া হয়েছিল। কিন্তু একটি বছর পেরিয়ে গেলেও হাসপাতালে কোন ধরনের উন্নয়নের ছোঁয়া লাগেনি কিংবা সমস্যা নিরসনে কার্যত কোন উদ্যোগও নেয়া হয়নি।

‘চাইনা হারাতে প্রিয়জন, সুচিকিৎসা প্রয়োজন’ এই শ্লোগানকে সামনে রেখে গত বছরের মত আবারও নতুন করে আন্দোলন কর্মসুচী ঘোষনা করা হয়েছে। আন্দোলন কর্মসুচীর মধ্যে রয়েছে-গনস্বাক্ষর সংগ্রহ, সিভিল সার্জনের অফিস ঘেরাও, স্মারকলিপি পেশ, মানববন্ধ ও গনসমাবেশ। কর্মসুচী গুলো ঈদুল ফিতর পরবর্তী সময়ে ধারাবাহিক ভাবে পালন করা হবে বলে জানা গেছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা: আনিসুল ইসলাম বলেন, হাসপাতালের সমস্যা গুলোর বিপরীতে কোন প্রতিকার না হওয়ায় চিকিৎসা সেবা বিঘ্নিত হচ্ছে। আমরাও খুবই কষ্টে আছি।

সিলেটের সিভিল সার্জন ডা: মো: হাবিবুর রহমানের ব্যক্তিগত মোবাইলে যোগাযোগ করা হলে তিনি হাসপাতালের নানাবিধ সমস্যার কথা স্বীকার করে সাংবাদিকদের বলেন, সমস্যা গুলো কর্তৃপক্ষের নজরে আছে এবং তা ধারাবাহিক ভাবে নিরসনের চেষ্টা করা হচ্ছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার