প্রচ্ছদ

সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশের পাশে আছে যুক্তরাষ্ট্র : ওবামা

০৯ জুলাই ২০১৬, ২৩:২৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসন্ত্রাসবিরোধী লড়াইয়ে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে আছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গুলশানের হলি আর্টিজান বেকারি রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের প্রতি সমবেদনা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবের কাছে লেখা এক চিঠিতে বারাক ওবামা এ কথা উল্লেখ করেন।
আজ শুক্রবার জাপানের প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে বারাক ওবামা গুলশানের রেস্তোরাঁয় সন্ত্রাসী হামলায় নিহত জাপানি নাগরিকদের পরিবার এবং বন্ধুদের প্রতি আন্তরিক সমবেদনা জানান। তিনি জাপানের আহত নাগরিকদের দ্রুত আরোগ্য কামনা করেন। চিঠির শেষ অংশে তিনি বলেন, সন্ত্রাসবিরোধী লড়াইয়ে বাংলাদেশ ও জাপানের পাশে সব সময় থাকবে মার্কিন যুক্তরাষ্ট্র।
এর আগেও গুলশান হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বারাক ওবামার পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেছিলেন। গত ১ জুলাই এ বর্বর হত্যাকাণ্ডের একদিন পরে গত রোববার সন্ধ্যায় জন কেরি ফোনে বলেন,সন্ত্রাস নির্মূলে বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত আছে। তিনি জানিয়েছিলেন,বাংলাদেশে সন্ত্রাসী হামলার নিন্দা ও সহানুভূতি জানান প্রেসিডেন্ট ওবামা।
উল্লেখ্য, গত ১ জুলাই রাতে রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে হামলা চালায় বন্দুকধারীরা। ওই হামলায় হামলায় ২০ জন নিহত হন। তাঁদের মধ্যে ১৭ জন বিদেশি। বিদেশিদের মধ্যে সাতজন জাপান, ৯ জন ইতালি এবং একজন ভারতের নাগরিক আছেন। বাকি তিনজন বাংলাদেশি।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার