প্রচ্ছদ

দেশে কোটিপতির সংখ্যা ১ লাখ ১৪ হাজার

২৫ জানুয়ারি ২০১৬, ২৩:৫৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016_01_25_20_40_27_gMHBiaq5pr2mTlUmuUahw9tKJWEHM0_originalদেশে বর্তমানে এক লাখ ১৪ হাজার ২৬৫ জন কোটি টাকার হিসাবধারী অর্থাৎ কোটিপতি রয়েছেন বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

সোমবার বিকেলে জাতীয় সংসদে কিশোরগঞ্জ-২ আসনের সাংসদ মো. সোহরাব উদ্দিনের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ তফসিলি ব্যাংকে কোটি টাকার হিসাব সংখ্যা (আমানত এবং আগাম) ২০১৫ সালে ৩০  সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫টি।

সংসদে দেয়া মন্ত্রীর তথ্য অনুযায়ী বিগত পাঁচ বছরে বাংলাদেশে কোটিপতির সংখ্যা বৃদ্ধি পেয়েছে। ২০১১ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কোটি টাকার হিসাবধারীর সংখ্যা ছিল ৭৮ হাজার ১৫০, ২০১২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ছিল ৯০ হাজার ৬৫৫, ২০১৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ৯৮ হাজার ৫৯১, ২০১৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ৮ হাজার ৯৭৪ এবং ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত ১ লাখ ১৪ হাজার ২৬৫ জন।

বাজারে জাল টাকার প্রাদুর্ভাব রয়েছে
দেশের বাজারে জাল টাকার প্রাদুর্ভাব রয়েছে। পৃথিবীর অন্য সব দেশের মতো বাংলাদেশেও নোট জালকারী কিছু চক্রের অপতৎপরতায় বাজারে জাল টাকার প্রাদুর্ভাব দেখা দিয়েছে বলে সংসদে জানিয়েছেন অর্থমন্ত্রী মুহিত।

স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মো. সেলিমের (ঢাকা-৭) এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

অর্থমন্ত্রী বলেন, জালকারীদের দ্বারা সাধারণ মানুষ প্রতারিত হচ্ছেন। তবে তা ব্যাপক নয়। জাল টাকার প্রাদুর্ভাব রোধে বিদ্যমান উপলব্ধ প্রতিবন্ধকতাগুলো বিবেচনায় এনে জালনোট প্রতিরোধে আইন প্রণয়নের উদ্যোগ নেয়া হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার