প্রচ্ছদ

পল্লিবিদ্যুৎ অফিসের অবহেলার কারণে মৃত্যু হলো ভেলকোনা গ্রামের গেদাই মিয়ার

২১ জুলাই ২০১৬, ১২:২৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageফেঞ্চুগঞ্জ পল্লীবিদ্যুৎ অফিসের খামখেয়ালিপনা ও অবহেলার কারণে মৃত্যু হলো ভেলকোনাগ্রামের সকলের প্রিয় আং লতিফ গেদাই নামক যুবকের । মেইন লাইনের জুলন্ত খোলা তার চিড়ে পড়ার ভয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ দেওয়া হয় ফেঞ্চুগঞ্জ উপজেলার পল্লিবিদ্যুৎ সমিতির অফিসে কিন্তু কোন কাজ হয় নি। অবশেষে বিগত ১৯/৭/২০১৬ ই তারিখে ভেলকোনা ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সেলিম আহমদ একই আশংকায় অফিসে লিখিত অভিযোগ করেন । তার প্রেক্ষিতে গতকাল ২০/৭/২০১৬ তারিখে অফিস থেকে কয়েকজন এসে লোক দেখানো কাজ করেন।  আজ ২১/৭/২০১৬ সকাল বেলা রাস্তা দিয়ে হেটে যাবার সময় বিদ্যুৎ এর তার চিড়ে তার উপর পড়ে  মূহুর্তই তার প্রাণ কেড়ে নেয়। এলাকাবাসী এই বিয়োগান্ত ঘটনায় বিক্ষুদ্ধ ও বাকরুদ্ধ চার কন্যা সন্তানের জনক গেদাই স্থানীয় যুবলীগের একজন কর্মী ছিলেন। সংসার নির্বাহে তিনি সুপারীর ব্যবসা করতেন ঘরে আছেন তার বৃদ্ধ মা। এখন সংসার চালানোর কেউ নেই এই অসহায় পরিবারের । সদাহাস্যজ্জ্বল এই প্রানপ্রিয় মানুষকে বিদ্যুৎ সমিতির অবহেলার কারণে মরতে হলো। পল্লী বিদ্যুতের সংশ্লিষ্ট সবার সুষ্টু বিচার দাবী করছে এলাকাবাসী।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার