কুশিয়ারা নদী ভাঙ্গন রোধে জাতীয় সংসদে মাহমুদ উস সামাদ চৌ: এমপির সিদ্ধান্ত প্রস্তাব
২২ জুলাই ২০১৬, ১০:৩৬
২১/০৭/২০১৬ইং বৃহস্পতিবার মহান জাতীয় সংসদে কুশিয়ারা নদীর অব্যাহত ভাঙ্গনের কবল হতে সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলার বেলকোনা হইতে গয়াসি পর্যন্ত ৩/৪ কি:মি: ফসলী জমি-জমা ঘর-বাড়ি ও রাস্তা-ঘাট রক্ষাকল্পে জরুরী ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা হউক সিদ্ধান্ত প্রস্তাবটি ১৩৭ বিধিতে মহান জাতীয় সংসদে জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩ উত্থাপন করেন।
এই সিদ্ধান্ত প্রস্তাবের উপর বক্তব্যে জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী সিলেট-৩ বলেন,৩৭০কোটি টাকা ব্যয়ে কালনী কুশিয়ারা ড্রেজিংয়ের প্রকল্প হাতে নেওয়া হয়েছিল কিন্তু কুশিয়ারা নদীতে কোন কাজ হয়নি।
তিনি তার বক্তব্যে বলেন, আসাম প্রদেশে যখন অতি বৃষ্টি হয় তখন আমাদের বালাগঞ্জ , ফেঞ্চুগঞ্জ বাজার সহ ফেঞ্চুগঞ্জের প্রধান রাস্তা সব পানিতে তলিয়ে যায়। আর পানি যখন কমতে শুরু করে তখন নদী পারের বাড়ি ঘর ভাঙ্গতে শুরু করে এ থেকে পরিত্রান পাওয়ার জন্য শীঘ্রই নদী ড্রেজিং করে নদী পারে ব্লক বসানোর জন্য দাবী করেন।
সিলেট-৩ সংসদ সদস্যের সিদ্ধান্ত প্রস্তাবের উপর জনাব আব্দুল মতিন মৌলভীবাজার-২, বেগম ফজিলাতুন নেছা বাপ্পি মহিলা আসন-৩০, জনাব গোলাম দস্তগীর গাজী নারায়নগঞ্জ-১, বেগম আক্তার জাহান মহিলা আসন-৫, জনাব এম,এ আওয়াল লক্ষীপুর -১, বেগম নুরজাহান বেগম মহিলা আসন-৪২, জনাব মো: নবী নেওয়াজ ঝিনাইদহ-৩, বেগম রওশন আরা মান্নান মহিলা আসন-৪৭, জনাব এ কে এম রহমতুল্লাহ ঢাকা-১১ সংশোধনী প্রস্তাব করেন।
পরে মাননীয় স্পিকার ১৩৭ বিধিতে সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করতে বললে পানিসম্পদ প্রতিমন্ত্রী নজরুল ইসলামের আশ্বাসের প্রেক্ষিতে জনাব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি সিলেট-৩ সিদ্ধান্ত প্রস্তাব প্রত্যাহার করেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন