প্রচ্ছদ

পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে রাশিয়ার সঙ্গে চূড়ান্ত চুক্তি সই

২৬ জুলাই ২০১৬, ২০:৫৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageরূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে চূড়ান্ত ঋণচুক্তি সই হয়েছে। মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১২টায় মস্কোয় এক হাজার এক শ ৩৮ দশমিক পাঁচ কোটি ডলারের এ ঋণচুক্তি সই হয়। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় এবং ঢাকায় রোসাটমের একটি সূত্র এ খবর নিশ্চিত করেছে।

বাংলাদেশের পক্ষে চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মেজবাহ উদ্দিন আর রাশিয়ার পক্ষে চুক্তিতে সই করেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের উপমন্ত্রী সের্গেই আনাতোলেভিচ স্টরচক। এ ঋণচুক্তি সইয়ের জন্য গত বৃহস্পতিবার বাংলাদেশের একটি প্রতিনিধি দল মস্কো যায়।

রূপপুর পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্র স্থাপনে মোট ব্যয় ধরা হয়েছে এক হাজার দুই শ ৬৫ কোটি ডলার। এর নব্বই শতাংশ রাশিয়া ঋণ হিসেবে দিচ্ছে। দুই হাজার চার শ মেগাওয়াট ক্ষমতার এ কেন্দ্রে প্রথম ইউনিটে ২০২৩ সালে বিদ্যুত্ উত্পাদন শুরু হওয়ার কথা। আর দ্বিতীয় ইউনিটে তার পরের বছর উৎপাদন শুরু হতে পারে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার