প্রচ্ছদ

পিপিএম হাই স্কুলে জঙ্গিবাদ ও সামাজিক সমস্যা প্রতিরোধে সচেতনতামূলক সভা

৩১ জুলাই ২০১৬, ১৭:১১

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসন্ত্রাস,জঙ্গিবাদ,বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ক এক সচেতনতামূলক সভা  রোববার সকালে পি,পি,এম উচ্চ বিদ্যালয় হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পিপিএম উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি জুবেদ আহমদ চৌধূরী শিপু। সভায় বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ থানার ওসি ইনচার্জ মোঃ আব্দুছ ছালেক। 

 বিদ্যালয়ের শিক্ষিকা আজিমা বেগমের পরিচালনায় সভার শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক  আব্দুস শহীদ। বক্তব্য রাখেন, সমাজসেবী সিরাজুল ইসলাম চৌধূরী,সাংবাদিক মামুনুর রশীদ,রাজনীতিবিদ মঈন উদ্দিন আহমদ,শ্রমিকনেতা আলতাউর রহমান রুনু। 

বক্তব্য রাখেন, ফেঞ্চুগঞ্জ থানার এস আই সুব্রত সরকার,বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য আশরাফ উদ্দিন,মুক্তি রাণী সরকার,বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন,রিয়া হক ও হোসেন আহমদ। 

শুরুতেই কোরআন থেকে তেলাওয়াত  করেন শেখ সুলেমান মিয়া। সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষানুরাগী জুবেদ আহমদ চৌধূরী শিপু বলেন- সন্ত্রাস,জঙ্গিবাদ, বাল্যবিবাহ ও ইভটিজিং বিষয়ে বিদ্যালয়ের কারো সংশ্লিষ্টতা সহ্য করা হবে না। অতীতে এই প্রতিষ্ঠানে জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন করা হতো না।  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পরিচালনা কমিটি পরিবর্তনের সাথে সাথে আজ পিপিএম উচ্চ বিদ্যালয় উপজেলার মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের অন্যতম শ্রেষ্ট শিক্ষা প্রতিষ্টানে পরিনত হয়েছে। এই কৃতিত্ব ছাত্র, শিক্ষক,অভিভবাক সকলের প্রচেষ্টায় সম্ভব হয়েছে।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার