দেশের সীমানা ছাড়িয়ে বাংলাদেশের হাইটেক প্রযুক্তি
০১ আগস্ট ২০১৬, ১৪:২০
বিশ্বে প্রযুক্তি উদ্ভাবনের দিক থেকে বাংলাদেশের অবস্থান দিনদিন শক্ত হচ্ছে। ইন্টারনেটভিত্তিক আইওটি পণ্য বাংলাদেশে উন্নয়ন এবং তৈরি হচ্ছে। বাংলাদেশি হাই-টেক কম্পানি তাদের উদ্ভাবন নিয়ে উন্নত দেশেও প্রবেশ করছে। গত ২৮-২৯ জুলাই জাপানের টোকিও শহরের টোকিও ইন্টারন্যাশনাল ফোরাম হলে অনুষ্ঠিত হয়েছে ক্যাবল টেক শো-২০১৬ মেলা।
মেলায় বাংলাদেশের হাইটেক প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপলম্বটেকবিডি জাপানের নামী ইলেকট্রিক প্রতিষ্ঠান ফুরুকাওয়া ইলেকট্রিকের সাথে যৌথভাবে অংশ নিয়েছে।
মেলার স্টলে রোবটের সাহায্যে জাপানি ভাষায় কমান্ড দিয়ে বাসা বা অফিসের লাইট, ফ্যান, এসি অন/অফ করা, তাদের গতি নিয়ন্ত্রণ করা দেখানো হয়। এ কাজে ফুরুকাওয়া তৈরি করেছে রোবট এবং অ্যাপলম্বটেকবিডি তৈরি করেছে বাসা বা অফিসের লাইট, ফ্যান, এসি, পর্দা অন/অফ করার পদ্ধতি। পাশাপাশি মেলায় অ্যাপলম্বটেকবিডি বাংলাদেশে তৈরি করা তাদের বিভিন্ন পণ্য প্রদর্শন করে।
মেলায় দর্শনার্থীরা অ্যাপলম্বটেকবিডির এ ধরনের উদ্ভাবনের ভূয়সী প্রশংসা করেন। বিভিন্ন কম্পানি অ্যাপলম্বটেকবিডির সাথে কাজ করতে আগ্রহ প্রকাশ করে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন