গুলশানের বাড়ি ছাড়তে হবে মওদুদকে
০২ আগস্ট ২০১৬, ১৫:০৩
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টর মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের গুলশানের বাড়ির নামে নামজারি ও ডিক্রিজারি করতে হাইকোর্টের রায় বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। একই সঙ্গে বাড়ি নিয়ে মওদুদ আহমদের বিরুদ্ধে দায়ের করা দুর্নীতির মামলা বাতিল করে দিয়েছেন আদালত।
এটর্নি জেনারেল বলেছেন, রায়ের পরে বাড়িতে থাকলে অবৈধ দখল হিসেবে বিবেচনা করা হবে। মওদুদ আহমেদ রাজনৈতিক প্রতিহিংসার স্বীকার হয়েছেন দাবি করে রায় রিভিউ চাওয়ার কথা জানান।
রাষ্ট্রপক্ষ জানায় ব্যারিস্টর মওদুদ আহমদের ভাই মঞ্জুর আহমদের গুলশানের বাড়ির নামে বায়না চুক্তিতে তারিখ দেখানো হয়েছিল ১৯৮৫ সালের ১০ অগাস্ট। কিন্তু ওই বাড়ির মালিক অস্ট্রেলীয় নাগরিক মারা যান ১৯৮৫ সালের ৩০ মার্চ। ফলে বায়নানামাটি ভুয়া ছিল বলে তারা জানান।
এদিকে দুর্নীতির অভিযোগে দুদকের দায়ের করা মামলা ২০১৪ সালে আমলে নেন বিচারিক আদালত। এর বিরুদ্ধে আবেদন করলে খারিজ করে দেয় হাইকোর্ট। এর বিরুদ্ধে আপিল করেন মওদুদ আহমদ। তার আরেকটি আবেদনে হাইকোর্ট গুলশানের ওই বাড়ি তার ভাই মনজুর আহমদের নামে মিউটেশন এবং ডিক্রি জারি করতে নির্দেশ দেয়।
রাজউক এর বিরুদ্ধে আপিল করলে, শুনানি শেষে দুটি বিষয়ের একসঙ্গে রায় ঘোষণা করেন আপিল। আপিল বিভাগের দেওয়া রায়ের বিষয়ে নিজের অবস্থান জানান মওদুদ আহমদ। রাষ্ট্রপক্ষ জানিয়েছে বাড়ি দখলে নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেবে রাজউক।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন