প্রচ্ছদ

বদলে যাচ্ছে পশ্চিমবঙ্গের নাম!

০২ আগস্ট ২০১৬, ২০:২০

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageবদলে যাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের নাম। স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে রাজ্যের নাম বদলে শুধুই বঙ্গ বা বাংলা রাখা হতে পারে। নাম পরিবর্তন করতে ইতিমধ্যে বিধানসভায় প্রস্তাব গৃহীত হয়েছে। কিছু দিনের মধ্যেই বিষয়টি দৃশ্যমান হবে।

নাম পাল্টাতে রাজ্য সরকারের প্রস্তাব যাবে কেন্দ্রীয় সরকারের মন্ত্রিসভায়। কেন্দ্রের সবুজ সংকেত পেলে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে। ক্ষমতাসীন তৃণমূল নেতা পার্থ চট্টোপাধ্যায় জানান, আগামী ২৬ আগস্ট রাজ্য মন্ত্রিসভার বিশেষ অধিবেশনে নাম পরিবর্তন নিয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

অভিযোগ রয়েছে রাজ্যের নাম ইংরেজিতে W (West Bengal) দিয়ে শুরু হওয়ায় সংসদে বক্তব্য দেয়ার সুযোগ পাওয়া যায় সবার শেষ। এই অভিযোগে রাজ্যের নাম পরিবর্তনের ভাবনাচিন্তা শুরু হয়। এখন নাম থেকে West কথাটি বাদ দিলে পড়ে থাকবে শুধুই Bengal।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার