প্রচ্ছদ

বাংলাদেশের রিও অভিযান

০৭ আগস্ট ২০১৬, ১৬:১০

ফেঞ্চুগঞ্জ সমাচার

1470497812বাংলাদেশের আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। খেলা পাগল মানুষগুলোর চোখে হয় তো তখনও ঘুমের আঠা লেগে আছে। পূব আকাশের সূর্য আলো ছড়ানোর আগেই আলোর রোশনাই ছড়িয়ে গেছে পুরো পৃথিবী জুড়ে। রিও অলিম্পিক গেমসের জমকালো উদ্বোধন হয়ে গেছে। আলোর ঝরণা ধারা মুগ্ধ করেছে কোটি দর্শককে। মুগ্ধতা নিয়ে ক্রীড়াবিদরা নিজ নিজ খেলায় ঝাঁপিয়ে পড়েছে। অংশগ্রহণকারী ২০৯ দেশের মধ্যে বাংলাদেশও আছে। মার্চপাস্টে বাংলাদেশের অবস্থান অগ্রভাগে থাকলেও মাঠের লড়াইয়ে ব্যকফুটেই থাকতে হয়। কারণটা তো সবারই জানা। অলিম্পিক গেমস মানেই বাংলাদেশের চোখে অন্য গ্রহ। সেই গ্রহে বাংলাদেশের নামমাত্র যাওয়া আসা থাকলেও নিজেদের নাম খোদাই করার সেই সুযোগ কোথায়। এবারই একটু ভিন্ন পথে বাংলাদেশের অলিম্পিক। চোখটা গলফের দিকেই। কারণ তিনি ওয়াল্ডকার্ড ছাড়া সরাসরি অলিম্পিক গেমসে খেলছেন। মার্চপাস্টে দেশের পতাকা বহন করেছেন যিনি। বাংলাদেশের তারকা গলফার সিদ্দিকুর রহমান কোর্সে নামার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সরাসরি ১১ আগস্ট সিদ্দিকুর রহমানের লড়াই শুরু। তবে তার আগেই তীর ধনুক হাতে লড়াইয়ে নেমে গেছেন আরচার শ্যামলী রায়। রিকার্ভো ইভেন্টে ৬৪ আরচারের মধ্যে ৫৩ নম্বরে জায়গা পেয়েছেন শ্যামলী রায়। এলিমিনেশন রাউন্ডে মেক্সিকান আরচার গ্যাবরিয়ালা বায়র্দোর বিপক্ষে।

অনেকের কাছে মনে হয় ৫৩ নম্বর স্থানে থাকা মানে সব শেষ। আসলে তা সেটা না। এটা হচ্ছে কে কার বিপক্ষে লড়াই করবে সেটা নির্ধারণের জন্যই কোয়ালিফিকেশন রাউন্ড। বাছাইয়ের মাধ্যমে ৬৪ জনকে নির্ধারণ করে লড়াইয়ে নামিয়ে দেওয়া হয়। এরপর ৩২ জনে ঢোকার পালা শ্যামলী রায়ের। অনেক লম্বা পথ।

আরচারীর পর শ্যুটিং শুরু হবে। বাংলাদেশের ইভেন্টে ৮ আগস্ট। ওয়াইল্ডকার্ড পাওয়া আব্দুল্লাহ হেল বাকি ১০ মিটার এয়ার রাইফেল শ্যুটিংয়ে লড়াই করবেন কোয়ালিফিকেশন রাউন্ডে। ১১ আগস্ট বাংলাদেশের লড়াই আছে সুইমিংপুলে। লন্ডন অলিম্পিক বাংলাদেশের পতাকা বহন করেছিলেন সাঁতারু মাহফিজুর রহমান। তিনি এবার ৩১তম অলিম্পিক গেমেসও লড়াই করবেন। তার ইভেন্ট ৫০ মিটার ফ্রি স্টাইল। একই ইভেন্টে বাংলাদেশের নারী সাঁতারু সোনিয়া আক্তার টুম্পা। তবে টুম্পার লড়াই ১২ আগস্ট। দু’জনই হিটে লড়বেন। তারা আগেই জানিয়ে গেছেন নিজেদের সেরা টাইমিং ছাড়িয়ে যেতে চান। হিটে লড়াই করতে গিয়ে তারা মাইকেল ফেলপসের দেখা পান তাহলে সেটাই হবে তাদের জন্য অনেক বড় পাওয়া।

১২ আগস্ট বাংলাদেশের অ্যাথলেটিকস। নারী অ্যাথলেট দ্রুততম মানবী শিরিন আক্তার ১০০ মিটার স্প্রিন্টের হিটে নামবেন। বাংলাদেশের অলিম্পিক অভিযান শেষ হবে ১৩ আগস্ট। পুরুষদের অ্যাথলেটিকসের হিটে বাংলাদেশের দ্রুততম মানব মেজবাহ আহমেদ লড়াই নামবেন। হিটে যদি উসাইন বোল্টের দেখা পান তাহলে তাকে প্রেরণা করেই ট্র্যাক এন্ড ফিল্ডে শক্তি যোগাবেন মেজবাহ আহমেদ।

সবচেয়ে বড় কথা হচ্ছে বাংলাদেশের ক্রীড়াবিদদের সাথে কোনো কোচ পাঠানো হয়নি। কর্মকর্তারা গেছেন অলিম্পিক উপভোগ করতে। কোচ পাঠানো হলে তারা খেলোয়াড়দের সাথে থেকে বাড়তি শক্তি যোগাতে পারতেন। কিন্তু বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন সেটা খেয়াল রাখেনি। অ্যাথলেটিকস ফেডারেশন, সাঁতার ফেডারেশন কোচ না পাঠিয়ে নিজেরা গেছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার