প্রচ্ছদ

কুমিল্লা-সিলেট সড়ক চার লেন করার কাজ শুরু আগামী বছর

১০ আগস্ট ২০১৬, ২১:০৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বাংলাদেশ-ভারত যৌথ অর্থায়নে কুমিল্লা-সিলেট মহাসড়ক চার লেন করার কাজ আগামী অর্থ বছরে শুরু হবে।
বুধবার (১০ আগস্ট) বিকেলে কুমিল্লা-সিলেট সড়কের কুমিল্লা জেলার ময়নামতি এলাকায় ওভারলোড কন্ট্রোল মেশিনের কার্যক্রম পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশে এর আগে যত চার লেনের কাজ  হয়েছে, সেগুলোর তুলনায় এটি হবে সবচেয়ে ব্যয়বহুল।
সেতুমন্ত্রী আরো বলেন, কুমিল্লা-সিলেট সড়কের আখাউড়া থেকে আশুগঞ্জ পর্যন্ত ৫০ কিলোমিটার চার লেনের কাজের অর্থায়ন করবে ভারত সরকার। এ অংশের কাজের জন্য তাদের খরচ হবে সাড়ে ৩ হাজার কোটি টাকা। অপর অংশের ময়নামতি থেকে আখাউড়ার দরগাহ পর্যন্ত ৫৪ কিলোমিটার চার লেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে হবে। এ প্রকল্প কাজের জন্য বাংলাদেশ সরকারের ব্যয় হবে ৩ হাজার কোটি টাকা।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সওজ-কুমিল্লা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী জুনায়েদ আহমেদ শিবির, ঢাকা-চট্টগ্রাম ফোরলেন প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, সওজ-কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক, নির্বাহী প্রকৌশলী মুহম্মদ সাইফ উদ্দিনসহ সওজ ও ফোরলেন প্রকল্পের কর্মকর্তারা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
11Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার