প্রচ্ছদ

যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই : প্রধানমন্ত্রী শেখ হাসিনা

১১ আগস্ট ২০১৬, ১৬:২৬

ফেঞ্চুগঞ্জ সমাচার
পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।
পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা জঙ্গিবাদে জড়িত তাদের কোনো ধর্ম নেই। মুষ্টিমেয় ব্যক্তির জন্য পবিত্র ধর্ম ইসলামকে খাটো করা যাবে না।

বৃহস্পতিবার সকালে রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে ইসলামের দৃষ্টিতে সন্ত্রাস ও জঙ্গিবাদ এবং আমাদের করণীয় শীর্ষক উলামা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

কোরআন হাদিসের আলোকে দেয়া ফতোয়া জঙ্গিবাদ দূর করার পাশাপাশি ইসলাম সম্পর্কে বিরূপ মনোভাব দূর করতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

ধর্মের নামে যারা জঙ্গি ও সন্ত্রাসবাদ ছড়িয়ে অশান্তি সৃষ্টির পাঁয়তারা করছে, তাদের প্রতিহত করতেই, ইসলামের সঠিক বার্তা নিয়ে বাংলাদেশ জমিয়তুল উলামা দেশব্যাপী প্রায় লক্ষাধিক উলামার স্বাক্ষর সম্বলিত বিশেষ ফতোয়া জারি করে। সকালে ওই ফতোয়া প্রধানমন্ত্রীর হাতে তুলে দিতে খামার বাড়ির কৃষিবিদ ইন্সটিটিউশন মিলনায়তনে সম্মেলনের আয়োজন করে সংগঠনটি।

এ উদ্যোগের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, আপনারা মানবকল্যাণ ও শান্তির জন্য একটা মহৎ উদ্যোগ নিয়েছেন, এজন্য আপনাদের ধন্যবাদ জানাই। এটা আপনাদের নিজেদের কোনো সৃষ্টি নয়, সন্ত্রাস-জঙ্গিবাদের বিরুদ্ধে পবিত্র কো‍রানে যা আছে, নবী করিম (স.) যা বলেছেন, তা থেকেই জাতির জন্য এই ফতোয়া তৈরি করেছেন আপনারা। এতে ইসলামের প্রতি মানুষের যে আস্থা ও বিশ্বাস তা অটুট থাকবে। এটা বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হবে এ কারণে যে, যেন সবাই বোঝে, যারা ইসলামের নামে সন্ত্রাস-জঙ্গিবাদী তৎপরতা চালাচ্ছে তারা আসলে এ ধর্মের কেউ নয়।

এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ইসলামের নামে অঘটন ঘটিয়ে যারা এ ধর্মকে খাটো করছে, এই ফতোয়া তাদের রুখে দেবে। প্রধানমন্ত্রী বলেন, পৃথিবীর সবচেয়ে মানবিক ও উদার ধর্ম হলো ইসলাম। কিন্তু সবচেয়ে দুঃখ লাগে তখন, যখন সামান্য কিছু লোক এই ধর্মকে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালায়।

তিনি বলেন, ‘আমাদের পবিত্র ধর্মকে তারা মানুষের কাছে হেয় করে দিচ্ছে। তারা কোন ইসলামের শিক্ষা নিচ্ছে? যে ইসলাম হলো শান্তির, সৌহার্দ্যের, সহনশীলতার। সে ধর্মের নাম ব্যবহার করে সন্ত্রাস চালাচ্ছে, মানুষ হত্যা করছে তারা।’

মুষ্টিমেয় কিছু মানুষ যাতে ধর্মের অপব্যাখ্যায় সমাজের ক্ষতি করতে না পারে সেজন্য আলেমদের সোচ্চার থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন- প্রতিটি উপজেলায় গড়ে তোলা হবে ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র।

এরপর, সম্প্রতি জঙ্গি হামলায় নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে সংগঠনটির প্রধান মাওলানা ফরীদ উদ্দীন মাসঊদ এর নেতৃত্বে দোয়া ও মোনাজাত করা হয়।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার