প্রচ্ছদ

আগামীকাল সারাদেশে শেখ রাসেল কম্পিউটার ল্যাবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

১২ আগস্ট ২০১৬, ২১:১৭

ফেঞ্চুগঞ্জ সমাচার
শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব
শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব

শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব

সারাদেশে একযোগে ২ হাজার ১টি ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব’ উদ্বোধন হবে। শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও সম্মেলনের মাধ্যমে ল্যাবগুলোর উদ্বোধন করবেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকসহ আরও অনেকে উপস্থিত থাকবেন। সরকারের আইসিটি বিভাগ সূত্রে এসব জানা গেছে।
জানা গেছে, দেশে ২ হাজার ১টি কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব তৈরি করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪টি জেলা শহরে একটি করে কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব তৈরি করা হয়েছে। এছাড়া, উপজেলা পর্যায়েও ‘কম্পিউটার প্রশিক্ষণ ল্যাব’ তৈরি করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলের নামে এই ল্যাবের নাম রাখা হয়েছে ‘শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব।’
আইসিটি বিভাগের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বাংলা ট্রিবিউনকে জানান, প্রধানমন্ত্রী শনিবার বেলা সোয়া ১১টায় ভিডিও সম্মেলনের মাধ্যমে ল্যাবগুলোর উদ্বোধন করবেন। ল্যাবের সংখ্যা বেশি হওয়ায় একসঙ্গে সবগুলো ল্যাবে ভিডিও কনফারেন্স করা যাবে না। এজন্য দেশের ৪টি জেলার ৪টি ল্যাবকে বেছে নেওয়া হয়েছে।

সূত্র জানায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর ঢাকা কলেজে প্রতিষ্ঠিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবটি প্রথমে উদ্বোধন করা হবে। এ সময় কলেজের অধ্যক্ষ, স্থানীয় সংসদ সদস্য শেখ ফজলে নূর তাপসসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন।
এছাড়া, বরিশালের আলেকান্দা বালিকা উচ্চ বিদ্যালয়, বান্দরবানের রুয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়, লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজে প্রতিষ্ঠিত শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাবও ভিডিও কনফারেন্সিংয়ে যুক্ত থাকবে। এতে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেবেন।
আইসিটি বিভাগ সূত্রে আরও জানা গেছে, শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন উপলক্ষে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় কবিতায় প্রথম স্থান লাভ করে লালমনির হাটের পাটগ্রামের কাউমারি আফতাব উদ্দিন প্রধান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ইয়াসমিন আক্তার, দ্বিতীয় সিলেটের গোয়াইনঘাট পশ্চিম জাফলং উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শামীমা হাসান জনি এবং তৃতীয় হয়েছে টাঙ্গাইলের গোপালপুরের নারুচি স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির খন্দকার মনিরুজ্জামান মনির।
রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে জয়পুরহাটের কালাইয়ের কালাই মহিলা ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণির আম্বিয়া মুনিকা জেমী, দ্বিতীয় হয়েছে সিলেটের জকিগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির সালমা আফরোজা বর্ণা ও তৃতীয় হয়েছে বরিশালের বাবুগঞ্জের রাকুদিয়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির তানজিলা আক্তার ইমু। আর বক্তৃতায় প্রথম হয়েছে খুলনার ঘাটিয়াঘাটা থানা হেডকোয়াটার্স পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির রিসাতারা রিয়াজ, দ্বিতীয় সাতক্ষীরার ঘোনা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির আরুভী সুলতানা ও তৃতীয় হয়েছে দিনাজপুরের খানশামার কাচিনিয়া স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির সাজেদুল ইসলাম।
উদ্বোধন শেষে বিজয়ীদের পুরস্কৃত করা হবে এবং বিজয়ী ও মনোনীত লেখাগুলো নিয়ে একটি সংকলনও প্রকাশ করা হবে বলে জানা গেছে।

আইসিটি বিভাগ সূত্র জানায়, প্রথমে ল্যাবের সংখ্যা ছিল দুই হাজার। বরাদ্দ ছিল ২৯৮ কোটি ৯৯ লাখ টাকা। বরাদ্দকৃত টাকা দিয়ে ২ হাজার ১টি ল্যাব তৈরির পরও ৯৬ কোটি টাকা উদ্বৃত্ত থেকে যায়। বিষয়টি জানতে পেরে পরবর্তীতে আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক উদ্বৃত্ত টাকা দিয়ে আরও ল্যাব তৈরির নির্দেশ দিয়েছেন। এই উদ্বৃত্ত টাকা দিয়ে আরও ৯০০টি ল্যাব তৈরি করা হবে।
জানা গেছে, এসব ল্যাবে ৯টি ভাষা শেখানো হবে। এজন্য এ বিষয়ক একটি সফটওয়্যার ডিজাইন করা হয়েছে। ল্যাবে ইংরেজি, আরবি, কোরিয়ান, চীনা, রাশান, স্প্যানিশসহ আরও তিনটি ভাষা শেখানো হবে। প্রতিটি ল্যাবে ১৭টি ল্যাপটপ, একটি ইন্টারনেট মডেম, উচ্চগতির ইন্টারনেট সংযোগ, প্রিন্টার, স্ক্যানার, মাল্টিমিডিয়া প্রজেক্টর এবং ল্যাঙ্গুয়েজ কনটেন্ট থাকবে।
প্রসঙ্গত, শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপন প্রকল্পের আওতায় ৬৪টি জেলায় ভাষা প্রশিক্ষণ ল্যাবসহ সারাদেশে দুই হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে (মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও সমমানের মাদ্রাসা) কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের কাজ শুরু হয়। চলতি বছরের জুনের মধ্যে দুই হাজার কম্পিউটার ল্যাব এবং প্রতি জেলায় একটি করে মোট ৬৪টি ভাষা প্রশিক্ষণ ল্যাব স্থাপনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার