প্রচ্ছদ

সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন করলেন এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী

১৪ আগস্ট ২০১৬, ০৯:৩৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageদক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়নের সৈয়দ কুতুব জালাল মডেল হাইস্কুলে শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব উদ্বোধন করা হয় ১৩ আগস্ট শনিবার। এ উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণে এক আলোচনা সভার আয়োজন করা হয়। বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাসুক উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক আব্দুল করিমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট-৩ আসনের এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইমাদ উদ্দিন নাসিরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের অস্থায়ী চেয়ারম্যান শহিদুর রহমান রুম্মান, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা সত্যব্রত রায়।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন, আব্দুস সালাম মর্তু, আতিকুর রহমান, ফেঞ্চুগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল কয়েস, সেলিম আহমদ মেম্বার, সমাজসেবী আলাউদ্দিন তুলা, ইসলাম উদ্দিন, শানর মেম্বার, স্কুল শিক্ষার্থী কানিজ ফাতেমা ও ফয়ছল আহমদ প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী বলেন, শেখ রাসেল কম্পিউটার ও ভাষা প্রশিক্ষণ ল্যাব এর মাধ্যমে বিশে^র ৬৫টি দেশের ভাষা শিখা যায়। তাই শিক্ষার্থীদেরকে ভাষা শিক্ষায় দক্ষতা অর্জনের মাধ্যমে নিজেকে একজন যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার