প্রচ্ছদ

নেইমারকে ঘিরে ব্রাজিলের স্বপ্ন

১৭ আগস্ট ২০১৬, ১৮:০৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageবছর দুয়েক আগে ঘরের মাঠে অনুষ্ঠিত বিশ্বকাপে নাস্তানাবুদ হয়েছিল ব্রাজিল। সেমিফাইনালে সেলেকাওরা ৭-১ গোলে পরাজিত হয়েছিল জার্মানির কাছে। কলম্বিয়ার খেলোয়াড় জুনিগার হাঁটুর আঘাতে মারাত্মক চোট পাওয়া নেইমার খেলতে পারেননি ওই ম্যাচে। দলের সেরা খেলোয়াড়কে হারিয়ে ব্রাজিলের খেলোয়াড়রা হয়তো স্মৃতিকাতর হয়ে পড়েছিল! 

এবার অলিম্পিকের আসর বসছে ব্রাজিলের ঘরের মাঠে। নেইমার খেলছেন এই আসরে। তাই আশাবাদী সেলেকাওরা স্বপ্ন দেখছে নেইমারকে ঘিরে। টুর্নামেন্টের শুরুর দিকে আলো ছড়াতে পারেননি। তবে সময় মতো জ্বলে উঠেছেন বার্সেলোনা ফরোয়ার্ড। কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে ২-০ গোলে তার অবদান অসামান্য। দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে লক্ষ্যভেদ করেছেন তিনি। আর লুয়ানকে দিয়ে করিয়েছেন অপর গোলটি।

 সবচেয়ে বড় কথা অভিজ্ঞ খেলোয়াড় হিসেবে ম্যাচ নিয়ন্ত্রণে রাখছেন নেইমার। যা গোটা ব্রাজিল দলকেই ভালো খেলতে সাহায্য করছে। সতীর্থ লুয়ানও স্বীকার করেছিলেন তা। বলেন, ‘নেইমার অভিজ্ঞ খেলোয়াড়। ম্যাচ নিয়ন্ত্রণে রাখতে বেশ পারদর্শী। তবে ঘুরে দাঁড়ানোর জন্য দলের সমবেত প্রচেষ্টাই বেশি ভূমিকা পালন করছে। স্বপ্ন পূরণের জন্য পরের দুটি ধাপে মনোযোগী হতে চাই।’

তবে এই নেইমারই চলমান আসরের শুরুতে দুয়ো শুনেছেন। ব্রাজিলের মানুষ তাকে দিয়েছে লজ্জাও। কেউ কেউ বলছিলেন, ‘নেইমার ক্যাপ্টেন নন। দশ নম্বর জার্সির যোগ্যও নন।’ এমনকি তার জার্সি থেকে নেইমার নামটা কেটে সেখানে ব্রাজিলের মহিলা ফুটবলার মার্তার নাম বসিয়ে দেওয়া হয়। ছবিটা ভাইরাল হয়ে গিয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে।

এসব তো আর নতুন নয়, পেশাদার ফুটবলে অনেক শুনেছেন নেইমার। তাই কোনো কথা কানে নেননি তিনি। মিডিয়ার সামনে চুপ করে থাকেন এ বিষয়ে। গ্রেট খেলোয়াড়দের মতো মাঠেই জবাব দিতে পছন্দ নেইমারের। কোয়ার্টারে কলম্বিয়ার বিপক্ষে আলো ছড়ানোয় ফের ব্রাজিলিয়ানদের ‘প্রাণ’ হয়ে উঠছেন তিনি। এখন নাকি বলাবলি শুরু হয়েছে, নেইমারের অলিম্পিক মিশন শুরু হয়েছে! অলিম্পিক ফুটবলে একটি মাত্র সোনার সন্ধানে থাকা ব্রাজিল স্বপ্ন দেখছে নেইমারে।

বাংলাদেশ সময় আজ রাত ১০টায় সেমিফাইনালে ব্রাজিলের প্রতিপক্ষ হন্ডুরাস। দুই দলের মুখোমুখি লড়াইয়ে এগিয়ে ব্রাজিল। ২০১২ সালে লন্ডন অলিম্পকের কোয়ার্টার ফাইনালে হন্ডুরাসকে ৩-২ গোলে পরাস্ত করেছিল ব্রাজিল। পরের আসরের (রিও অলিম্পিক) কোয়ার্টার নয়, সেমিতে সেই হন্ডুরাসকেই পেল সেলেকাওরা। নেইমারে সওয়ার হওয়া ব্রাজিল এবার কী করতে পারে, সেটাই দেখার বিষয়

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার