প্রচ্ছদ

সিলেটে পর্দা ওঠলো গোল্ডকাপ ফুটবলের

২৩ আগস্ট ২০১৬, ০৯:২৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

1-224-475x330সিলেট দ্বিতীয় বিভাগীয় কমিশনার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে সোমবার। সিলেট জেলা স্টেডিয়ামে সন্ধ্যা সাড়ে ৭টায় এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

এদিকে উদ্বোধনী ম্যাচে ব্রাক্ষ্মণবাড়িয়ার প্রতিপক্ষ ছিল সুনামগঞ্জ। ব্রাক্ষ্মণবাড়িয়াকে ২-১ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে সুনামগঞ্জ জেলা দল।

সোমবার সন্ধ্যায় ৭টা ৩৫ মিনিটে শুরু হয় উদ্বোধনী ম্যাচ। ম্যাচের ৫ মিনিটেই এগিয়ে যায় সুনামগঞ্জ জেলা দল। ডিবক্সের বাইরে বল পেয়ে জোরালো শট নেন ১১ নং জার্সিধারী খেলোয়াড়। স্টেডিয়ামের গ্যালারিতে উপস্থিত থাকা শ’পাঁচেক দর্শক তখন উল্লসিত।

এরপর প্রায় একতরফাই ব্রাক্ষ্মণবাড়িয়া জেলা দলের রক্ষণভাগ কাঁপিয়েছে সুনামগঞ্জ জেলা দল। আক্রমণ ভাগের নেতৃত্ব দেয়া ২০ নং জার্সিধারী খেলেছেন দ্রুতগতির ফুটবল। ফল পেতে তাই বেশি দেরি হয়নি। প্রথমার্ধের ৩০ মিনিটেই দ্বিতীয়বারের মতো গোল হজম করে ব্রাক্ষ্মণবাড়িয়া। ডিবক্সের বাইরে বল পেয়ে দু’জনকে কাটিয়ে আলতো শটে বল জালে জড়ান ২০ নং জার্সিধারী।

দ্বিতীয়ার্ধের শুরুতে ডিফেন্সিভের খোলস ছেড়ে বেরিয়ে আসে ব্রাক্ষ্মণবাড়িয়া। আক্রমণে ওঠার ফল ম্যাচের ৫৫ মিনিটে পেয়ে যায় তারা। সুনামগঞ্জ জেলা দলের শক্তিশালী ডিফেন্সকে ভেদ করে জালে বল জড়ান ব্রা²নবাড়িয়ার ৯ নং জার্সিধারী খেলোয়াড়।

ম্যাচের ৬৫ মিনিটে সুনামগঞ্জের ডিবক্সের ভেতর পড়ে যান ব্রাক্ষ্মণবাড়িয়ার এক খেলোয়াড়। পেনাল্টির দাবি নিয়ে রেফারির উপর চড়াও হয় ব্রাক্ষ্মণবাড়িয়ার দল। এ নিয়ে হট্টগোলে খেলা বন্ধ থাকে প্রায় ৫ মিনিট।

পরে ম্যাচে ফিরলেও ব্রাক্ষ্মণবাড়িয়া খেলেছে ম্যাড়ম্যাড়ে ফুটবল। এক গোলে পিছিয়ে থেকেও গোল পরিশোধে মরিয়া হয়ে খেলার প্রচেষ্টা ছিল না তাদের মধ্যে। অন্যদিকে প্রথমার্ধে আক্রমণ দিয়ে ব্রাক্ষ্মণবাড়িয়ার ডিফেন্স কাঁপালেও দ্বিতীয়ার্ধের শেষ দিকে নিষ্প্রভ হয়ে পড়ে সুনামগঞ্জ জেলা দলও। ফলে ম্যাচ শেষ হয় ২-১ গোলেই।

 

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার