প্রচ্ছদ

জাপানের উত্তরাঞ্চলে টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাত

২৩ আগস্ট ২০১৬, ১৮:১৬

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-08-23_3_832582টোকিও, ২৩ আগস্ট ২০১৬ (বাসস): শক্তিশালী টাইফুনের প্রভাবে প্রবল বৃষ্টিপাতের কারণে মঙ্গলবার জাপানের উত্তরাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর আঘাতে টোকিও’র কাছে একজন নিহত ও আরো অনেক লোক আহত হয়।
টিভি ফুটেজে দেখা যায়, টাইফুন মিন্দুলের প্রভাবে বিভিন্ন নদীর পানি অনেক বেড়ে যায়। এতে হোক্কাইডোর বিভিন্ন রাস্তা তলিয়ে যায় এবং কৃষি খামারের অনেক ক্ষতি হয়।
কানাগাওয়া আঞ্চলিক সরকার জানায়, টাইফুনের আঘাতে সোমবার টোকিও’র উপকণ্ঠে সাগামিহারা নগরীতে এক নারী মারা যান।
পুলিশ বা স্থানীয় কর্তৃপক্ষের কেউ তাৎক্ষণিকভাবে তিনি কিভাবে মারা গেছেন সেব্যাপারে বিস্তারিত কিছু জানাতে পারেনি। তবে সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ৫৮ বছর বয়সী এ নারী বাইসাইকেলে যাওয়ার সময় বন্যার পানিতে ভেসে যান।
জাতীয় দমকল ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানায়, রোববার হোক্কাইডোতে কম্পাসু নামের অপর একটি টাইফুনের আঘাতে ৪০ বছর বয়সের এক ব্যক্তি মারা যাওয়ার পর এ মৃত্যুর ঘটনা ঘটে। সোমবার তার সাইকেলের কাছ থেকেই তার লাশ উদ্ধার করা হয়।
সোমবার ভোরের দিকে কম্পাসু দুর্বল হয়ে পড়ে এবং ওকহতস্ক সাগরের ওপর দিয়ে চলে যায়।
কিন্তু মিন্দুলের প্রভাবে হোক্কাইডোতে প্রবল বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এরফলে সেখানে ভূমিধস, বন্যা ও প্রবল ঝড়ের সতর্কতা জারি করা হয়েছে

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার