কানাডা-জার্মানি-অস্ট্রেলিয়াকে টপকে বিশ্বের সপ্তম ‘ধনী’ দেশ ভারত
২৩ আগস্ট ২০১৬, ২২:১২
বিশ্বের ১০টি ধনী দেশের তালিকায় জায়গা করে নিয়েছে ভারত। দেশের সর্বমোট ব্যক্তিগত সম্পত্তির পরিমাণ দাঁড়িয়েছে ৫৬০০ বিলিয়ন ডলার বা প্রায় ৩,৭৫,৪২২,৬০ টাকা। তালিকার শীর্ষে রয়েছে আমেরিকা।
সম্প্রতি নিউ ওয়ার্ল্ড ওয়েল্থ রিপোর্ট জানিয়েছে, তালিকার সপ্তম স্থানে রয়েছে ভারত। ব্যক্তিগত মোট সম্পত্তির পরিমাণের ভিত্তিতে তৈরি তালিকায় কানাডা, অস্ট্রেলিয়া ও ইতালি যথাক্রমে ৮ম, ৯ম ও ১০ম স্থান পেয়েছে।
তালিকার প্রথম স্থানে থাকা আমেরিকায় মোট ব্যক্তিগত সম্পত্তির মূল্য ৪৮,৯০০ ডলার। দ্বিতীয় স্থানে রয়েছে চিন (১৭,৪০০ বিলিয়ন ডলার) এবং তৃতীয় স্থানে জাপান (১৫,১০০ বিলিয়ন ডলার)।
এরপর যথাক্রমে চতুর্থ স্থানে রয়েছে ব্রিটেন (৯,২০০ বিলিয়ন ডলার), পঞ্চম জার্মানি (৯,১০০ বিলিয়ন ডলার) এবং ষষ্ঠ স্থানে ফ্রান্স (৬,৬০০ বিলিয়ন ডলার)। ব্যক্তিগত সম্পত্তির আঁওতায় রাখা হয়েছে নগদ, সম্পত্তি, শেয়ার এবং বাণিজ্য ভিত্তিক আয়। মোট আয়ের পরিমাণ থেকে বাদ পড়েছে দায় ও খরচের পরিমাণ। তবে সম্পত্তি তালিকায় ঠাঁই পায়নি সরকারি অনুদানের অঙ্ক।
আসলে তালিকায় ভারতের অন্তর্ভুক্তি মূলত দেশের বিপুল জনসংখ্যার কারণে। যদিও মাত্র ২.২ কোটি জনসংখ্যা নিয়ে অস্ট্রেলিয়ার এই তালিকায় ঠাঁই পাওয়া উল্লেখজনক বলে রিপোর্টে মন্তব্য করা হয়েছে।
গত ৫ বছরে চিন-ই সবচেয়ে উন্নতশীল দেশ বলে চিহ্নিত হয়ে এসেছে। ভারত সম্পর্কে রিপোর্টে বলা হয়েছে, ‘অস্ট্রেলিয়া ও ভারতেও উন্নয়নের হার বেড়েছে। এর মধ্যে ভারত, অস্ট্রেলিয়া ও কানাডা গত ১২ মাসে ইতালিকে টপকে গিয়েছে।’
২০১৬ সালের জুন মাসের ব্যক্তিগত সম্পত্তির মূল্যায়ণের ভিত্তিতে এই সমীক্ষা করা হয়েছে বলে জানা গিয়েছে।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন