প্রচ্ছদ

কেন্দ্রীয় শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে জাতীয় শোক দিবসের আলোচনা সভা অনুষ্টিত

২৫ আগস্ট ২০১৬, ২১:৫১

ফেঞ্চুগঞ্জ সমাচার

imageআজ ২৫শে আগস্ট বৃহস্পতিবার সকাল ১০ ঘটিকায় জাতীয় ক্রীড়া পরিষদের এন.এস.সি টাওয়ার অডিটরিয়ামে শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্টিত হয়।

উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ এম.পি। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এম.পি সিলেট-৩।

প্রধান অতিথির বক্তব্যে জনাব হানিফ বলেন, বঙ্গবন্ধুর হত্যা কান্ডের সাথে জিয়াউর রহমান জড়িত কারণ, বঙ্গবন্ধু হত্যার বঙ্গবন্ধুর আত্বস্বীকৃত খুনিদেরকে তিনি পুরষ্কৃত করেছেন বিভিন্ন দূতাবাসে চাকরী দিয়েছেন। ইনডেমনিটি অধ্যাদেশ জারী করে বঙ্গবন্ধু হত্যা বিচারের পথ বন্ধ করে দিয়েছেন। তিনি আরও বলেন দেশ স্বাধীনের পর বঙ্গবন্ধু যখন যুদ্ধ বিদ্ধস্ত দেশ গড়ার কাজে যখন ব্যস্ত ঠিক তখন দেশী-বিদেশী ষড়যন্ত্রকারীরা স্বাধীনতার পরাজিত শত্রুরা বঙ্গবন্ধু সহ স্বপরিবারে হত্যা করে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কান্নার সমালোচনা করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন।
বিএনপি তো কান্নার দল না, বিএনপি জাতিকে বারবার আঘাত করে কাঁদিয়েছে। ১৯৭৫ সালে জাতির জনককে হত্যা করে কাঁদিয়েছিল জিয়াউর রহমান। শেখ হাসিনার উপর ১৯ বার হামলা করেছে। ২০০১ সালে ক্ষমতায় এসে ও ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলা করে দেশের মানুষকে কাঁদিয়েছে দলটি। তারা হত্যাকারীর দল। এই হত্যাকারীর চোখে অশ্রু মানায় না।

সম্প্রতি এক আলাচনা সভায় বিএনপি নেতাকর্মীদের উপর সরকারের নির্যাতনের অভিযোগ এনে কান্নায় ভেঙে পড়েন মীর্জা ফখরুল।

ফখরুলের উদ্দেশে হানিফ বলেন, ‘২০০১ সালে আপনি যখন মন্ত্রী ছিলেন তখন আওয়ামী লীগের ২৬ হাজার নেতাকর্মীকে হত্যা করেছিল আপনার দল, সে সময় আপনার আবেগ কই ছিল?’

সভায় সভাপতিত্ব করেন জনাব রকিবুর রহমান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান , শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ।
বক্তব্য রাখেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সচিব কে.এম শহীুদুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোজাহিদুর রহমান হেলো ও ঢাকা মহানগর শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সাধারণ সম্পাদক লায়ন মোঃ মুজিবুর রহমান হাওলাদার।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার