আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ আয়োজন করছে বাংলাদেশ
৩০ আগস্ট ২০১৬, ০৯:৩১
ঢাকা, ২৯ আগস্ট, ২০১৬ (বাসস) : ক্রিকেট বিশ্বের নতুন শক্তি আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মত ওয়ানডে সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন ইংল্যান্ডের বিপক্ষে আসন্ন হোম সিরিজের প্রস্তুতি হিসেবে সেপ্টেম্বরের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে এ সিরিজ।
আগামী ২৫, ২৮ ও ৩০ সেপ্টেম্বর এই সিরিজ অনুষ্ঠিত হবে উল্লেখ করে পাপন বলেন, বর্তমানে ভারতে অবস্থানরত আফগান দলটি তিন ম্যাচের ওডিআই সিরিজ খেরতে সম্মত হয়েছে। সবকটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেওে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।
গতকাল তিনি বলেন, ‘আমাদের সিনিয়র খেলোয়াড়রা এই সিরিজ আয়োজনের জন্য সম্মতি দিয়েছে। যে কারণে আমাদের বিপক্ষে খেলার জন্য আফগানিস্তানকে আমন্ত্রণ জানিয়েছি।’
গত বছর পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ের বিপক্ষে টানা সিরিজ জয়ের পর এই প্রথম যে আরেকটি ওডিআই সিরিজ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশ। আর এটি হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে যে কোন ফর্মেটের ক্রিকেটে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। এর আগে বিভিন্ন টুর্নামেন্টে পরস্পরের মুখোমুখি হয়েছিল দেশ দুটি। সর্বশেষ বিশ্বকাপ ক্রিকেটে আফগানিস্তানের মুখোমুখি হয়েছিল টাইগাররা। অস্ট্রেলিয়ার ক্যানভেরায় অনুষ্ঠিত বিশ্বকাপে ১০৫ রানের বিশাল ব্যবধানে আফগানদের পরাজিত করেছিল টাইগাররা।
এদিকে বাংলাদেশের সঙ্গে তিন ম্যাচের ওডিআই সিরিজ ও দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আগামী ৩০ সেপ্টেম্বর ঢাকা পৌঁছানোর কথা রয়েছে ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দলের।