প্রচ্ছদ

সীমান্তে দেয়াল তোলার শতভাগ খরচ মেক্সিকোকেই দিতে হবে : ট্রাম্প

০১ সেপ্টেম্বর ২০১৬, ১৫:০৫

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-09-01_3_274296ওয়াশিংটন, ১ সেপ্টেম্বর ২০১৬ (বাসস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প জোর দিয়ে বলেছেন, সীমান্তে দেয়াল তোলার শতভাগ খরচ মেক্সিকোকেই দিতে হবে।
অ্যারিজোনায় বুধবার উৎফুল্ল সমর্থকদের উদ্দেশে ট্রাম্প তার অভিবাসন বক্তৃতায় এ কথা বলেন। তিনি সীমান্ত নিশ্চিত করার অঙ্গীকার করেন এবং একইসঙ্গে লাখ লাখ অবৈধ অভিবাসীকে বের করে দেয়ার সম্ভাবনার কথাও বলেন।
বক্তৃতার কয়েকঘন্টা আগে ট্রাম্প মেক্সিকোর প্রেসিডেন্ট এনরিক পেনা নিয়েটোর সঙ্গে সাক্ষাত করেন। কিন্তু আলোচনায় দেয়াল নির্মাণের খরচ নিয়ে কথা হয়নি বলে তিনি জানান।
এনরিক পেনা নিয়েটো জোর দিয়ে বলেন, তিনি ট্রাম্পকে বলেছেন মেক্সিকো দেয়াল নির্মাণের খরচ দেবে না।
এদিকে যুক্তরাষ্ট্রে বাস করা এক কোটি ১০ লাখ অবৈধ অভিবাসীকে ট্রাম্প বের করে দেয়ার যে পরিকল্পনা করেছেন তিনি সেখান থেকে পিছু হঠবেন বলে জল্পনা রয়েছে।
ট্রাম্প তার বক্তব্যে এ বিষয়ে তার দ্বান্দ্বিক অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, অবৈধ অভিবাসীদের ভাগ্যে কি ঘটবে তা কোন মুখ্য বিষয় নয়। আবার একইসঙ্গে বলেন, বিদেশী অপরাধীদের বের করা দেয়ার বিষয়টি অগ্রাধিকার পাবে।
তিনি বলেন, আমাদের দেশে বাস করা প্রত্যেককে আমরা মর্যাদার সঙ্গে বিবেচনা করবো।
তবে অবৈধ অভিবাসী নিয়ে তার অবস্থান স্পষ্ট হয়ে যায় বক্তৃতায় আকস্মিকভাবে নি¤েœাক্ত কথা যোগ করে। তিনি বলেন, যুক্তরাষ্ট্রে অবৈধভাবে যেই প্রবেশ করবে তাকেই বের করে দেয়া হবে।
তিনি অবৈধ অভিবাসীদের ক্ষমা এবং উন্মুক্ত সীমান্ত নীতির পক্ষে থাকায় প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিলারি ক্লিনটনের সমালোচনা করেন।
এদিকে হিলারি ক্লিনটন মেক্সিকোয় ট্রাম্পের সফরের প্রতিক্রিয়ায় বলেন, দেয়াল নির্মাণের খরচ নিয়ে তিনি মেক্সিকোকে কিছু না বলে বিষয়টির সমাপ্তি ঘটিয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার