প্রচ্ছদ

সবুজ প্রবৃদ্ধি ও বাণিজ্য খাতে এক সাথে কাজ করতে সম্মত বাংলাদেশ ও ডেনমার্ক

০৬ সেপ্টেম্বর ২০১৬, ১০:২৯

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-09-05_2_715358 (1)ঢাকা, ৬ সেপ্টেম্বর ২০১৬ (বাসস) : বাংলাদেশ ও ডেনমার্ক সবুজ প্রবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন, উন্নয়ন, বাণিজ্য ও বিনিয়োগসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট খাতগুলোতে একসাথে কাজ করতে সম্মত হয়েছে।
এ ছাড়াও দুই দেশ সন্ত্রাসবাদ ও সহিংস উগ্রবাদের বৈশ্বিক হুমকি মোকাবেলায় পরস্পরকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছে।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে সোমবার সফরত বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ডেনিশ পররাষ্ট্রমন্ত্রী ক্রিশ্চিয়ান জেনসেন-এর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে তারা এই মতৈক্যে পৌঁছান।
সোমবার ঢাকায় ডেনমার্ক দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের স্বাধীনতার পর পরই দুই দেশের মধ্যে প্রতিষ্ঠিত দীর্ঘ সম্পর্কের প্রশংসা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে স্বাক্ষরিত তিন বছর মেয়াদী কৌশলগত খাতে সহযোগিতা এবং পাঁচ বছর মেয়াদী উন্নয়ন সহযোগিতা চুক্তি দুইদেশের সম্পর্ককে আরও দৃঢ় করেছে।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডেনমার্কের বেশ কয়েকটি কোম্পানি পরিদর্শন করেন এবং সে দেশের ব্যবসায়ি নেতৃবৃন্দের সাথে আলোচনা করেন। ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী সে দেশের অভিজ্ঞতাকে কাজে লাগানোর জন্য বাংলাদেশকে উৎসাহিত করেন।
আবুল হাসান মাহমুদ আলী টেকসই উন্নয়নের লক্ষ্যে পারস্পরিক সম্মতিতে অংশীদারিত্বের কাঠামোর উপর গূরুত্বারোপ করেন।
দুই পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ ও ডেনমার্কের মধ্যে নিয়মিত সংলাপ এবং কোপেনহেগেনে প্রথম ‘ফরেন অফিস কনসালটেশন’-এর জন্য একটি আনুষ্ঠানিক কর্মকৌশল নির্ধারনের ব্যাপারে সম্মত হন। এ ছাড়াও তারা অভিবাসন, নিরাপত্তা ও মানবাধিকার সহ গূরুত্বপূর্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।
উল্লেখ্য, নরডিক দেশগুলো সফরের অংশ হিসেবে মাহমুদ আলী ৪ সেপ্টেম্বর থেকে তিনদিনের জন্য ডেনমার্কে রয়েছেন।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার