প্রচ্ছদ

১০ দিনেই টানটান ত্বক!

৩০ জানুয়ারি ২০১৬, ২৩:১২

ফেঞ্চুগঞ্জ সমাচার

images (2)৩০ জানুয়ারি ২০১৬: ঘরোয়া উপায়ে তৈরি ফেস প্যাক লাগিয়ে ত্বকের কুচকানো ভাব দূর করুন।
রাসায়নিক দ্রব্য সমৃদ্ধ ক্রিম ব্যবহার, সূর্যের ক্ষতিকর রশ্মি ও ডায়েটের কারণে অনেক সময় ত্বক কুচকে যায়। এর ফলে চেহারা দেখতে রুক্ষ ও কালচে মনে হয়। টানা ১০ দিন যদি আপনি ঘরোয়া উপায়ে তৈরি একটি ফেস প্যাক ব্যবহার করেন তাহলে ত্বকের কুচকানো ভাব দূর হয়ে ত্বক হবে টানটান ও মসৃণ।

যে ফেস প্যাকটি ত্বকের কুচকানো ভাব দূর করবে সেটি তৈরি করার উপায় এবং কীভাবে ব্যবহার করবেন সে সম্বন্ধে কয়েকটি পরামর্শ দেওয়া হয়েছে বোল্ডস্কাই ওয়েবসাইটের লাইফস্টাইল বিভাগে।

প্যাক তৈরির উপকরণ

গোলাপের পাপড়ি ৭টি, দুই টেবিল চামচ গোলাপজল, দুই টেবিল চামচ টক দই ও এক টেবিল চামচ মধু।

প্রস্তুত প্রণালি ও ব্যবহর

প্রথমে গোলাপের পাঁপড়ি পাঁচ মিনিট পানিতে ভিজিয়ে রেখে ভালো করে বেটে নিন। এবার এর সঙ্গে গোলাপজল, টক দই ও মধু মিশিয়ে মুখে হালকাভাবে ম্যাসাজ করুন। ১৫ মিনিট পর ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

ত্বকের কী কী উপকার করে

টক দই ত্বকে প্রাকৃতিক ব্লিচের কাজ করে আর মধু ত্বকের রুক্ষতা দূর করে। এই প্যাক নিয়মিত ব্যবহারে ত্বক হবে উজ্জ্বল ও মসৃণ।
এই প্যাক ত্বকের বলিরেখা দূর করে চেহারার বয়সের ছাপ দূর করে। এই প্যাকের সঙ্গে এক চা চামচ অলিভ অয়েল মিশিয়ে নিতে পারেন। এই উপাদান ত্বককে টানটান রাখবে।
মধু ও টক দই ত্বকে অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। এটি মরা কোষ দূর করে ত্বকের নতুন কোষ জন্মাতে সাহায্য করে।
এই প্যাকের সঙ্গে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন। এটি ত্বকের রোদে পোড়া ভাব দূর করে ত্বককে উজ্জ্বল করে।
যাদের ত্বক অতিরিক্ত শুষ্ক তারা নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারেন। কারণ এটি ত্বকে ময়েশ্চারাইজার

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার