প্রেসিডেন্টের বাসভবন ছাড়লেন ব্রাজিলের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিলমা রুসেফ
০৮ সেপ্টেম্বর ২০১৬, ০৯:৫৫
আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রেসিডেন্টের সরকারি বাসভবন ছেড়ে দিলেন ব্রাজিলের ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট দিলমা রুসেফ।
এ সময় তাকে বিদায় দিতে ব্রাসিলিয়ার প্রেসিডেন্ট বাসভবন আলভোরাদা প্যালেসের সামনে জড়ো হন তার সমর্থক ও সহকর্মীরা। কেউ কেউ ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান তাকে। অভিশংসনের চূড়ান্ত রায়ে গত সপ্তাহে স্থায়ীভাবে প্রেসিডেন্ট পদ থেকে বরখাস্ত হন তিনি।
বাজেট কারসাজির অভিযোগে অভিশংসিত হয়েছেন ব্রাজিলের এই প্রথম নারী প্রেসিডেন্ট। তিনি শেষ পর্যন্ত তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেছেন। বলেছেন, তিনি কোনো অন্যায় করেননি। তার বিরুদ্ধে অভিশংসন ছিল রাজনৈতিক অভ্যুত্থান। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, দিলমা রুসেফেরে আলভোরাদা প্যালেস ত্যাগ করার মুহূর্তটি সম্প্রচার করেছে ব্রাজিলের টিভি চ্যানেলগুলো। তাতে দেখা যায়, প্যালেস ছাড়ার সময় দিলমা রুসেফকে পরিবেষ্টন করে রয়েছেন তার নিজ দল ওয়ার্কার্স পার্টির সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যরা। তার অনেক ভক্ত-সমর্থকও উপস্থিত ছিলেন এ সময়।
রুসেফের সমর্থক ৫৬ বছর বয়সী সিসিলিয়া মনটেয়ার বলেন, রুসেফের অভিশংসনে তিনি তীব্র বেদনা অনুভব করছেন। রুসেফের অবর্তমানে ‘ব্রাজিল অভিভাবকহীন হয়ে পড়বে’ বলে মন্তব্য করেন তিনি। আলভোরাদা প্যালেস ত্যাগ করে রুসেফ বিমানযোগে রওনা দেন তার বর্তমান শহর পোর্তো অ্যালিগ্রির দিকে। বিমানবন্দরেও তাকে বিদায় দিতে উপস্থিত ছিলেন সমর্থকরা।
পোর্তো অ্যালিগ্রি বিমানবন্দরেও তাকে স্বাগত জানানোর উপস্থিত ছিলেন সমর্থক-শুভানুধ্যায়ীর দল। ব্রাজিলের লৌহমানবী হিসেবে পরিচিত রুসেফ ২০১১ সালের প্রথম দিনেই ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন। প্রথম মেয়াদ সম্পন্নের পর দ্বিতীয় মেয়াদেও প্রেসিডেন্ট নির্বাচিত হন তিনি।
তবে এবারে আর মেয়াদ পূর্ণ করতে পারলেন না তিনি। ৩১শে আগস্ট অভিশংসনের মুখে পড়ে বিদায় নিতে হলো তাকে। এতে করে অবসান ঘটলো ব্রাজিলে ওয়ার্কার্স পার্টির ১৩ বছরের শাসনের। অভিশংসনের চূড়ান্ত রায়ের পর রুসেফ ব্রাজিলের সর্বোচ্চ আদালতে সিনেটের অভিশংসন সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছেন।
তবে সংশ্লিষ্টরা বলছেন, এতে রায় বদলানোর সম্ভাবনা খুবই কম। রুসেফের অভিশংসনের পর ভাইস প্রেসিডেন্ট মাইকেল তেমের আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছেন। পূর্বসূরী রুসেফের অসম্পূর্ণ মেয়াদ ২০১৯ সালের ১লা জানুয়ারি পর্যন্ত তেমের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন