রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে পুতিন সমর্থিত দলের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা
১৯ সেপ্টেম্বর ২০১৬, ১৭:০৯

মস্কো, ১৯ সেপ্টেম্বর ২০১৬ (বাসস) : রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সমর্থিত ইউনাইটেড রাশিয়া ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে।
সোমবার নির্বাচনের আংশিক ফলাফলে দেখা গেছে, এখন পর্যন্ত ৯০ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এর মধ্যে দলটি ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট পেয়েছে। ফলে ৪৫০ আসনের পার্লামেন্টে দলটি কমপক্ষে ৩৩৮ আসন পেতে যাচ্ছে।
প্রেসিডেন্ট পুতিন ইতোমধ্যে বলেছেন, ইউনাইটেড রাশিয়া খুব ভালো ফল অর্জন করেছে।
ইউনাইটেড রাশিয়ার পেছনে আছে জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি।
এর আগে বুথফেরত একটি জরিপে বলা হয়েছিল, প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভের নেতৃত্বাধীন ইউনাইটেড রাশিয়া ৪৪ দশমিক ৫ শতাংশ ভোট পেতে যাচ্ছে। তবে আরেকটি জরিপ সংস্থা বলেছিল, ইউনাইটেড রাশিয়া ৪৮ দশমিক ৭ শতাংশ ভোট পেতে যাচ্ছে।
জনমত জরিপ পূর্বাভাস দিয়েছিল, জাতীয়তাবাদী এলডিপিআর ও কমিউনিস্ট পার্টি ১৪ থেকে ১৬ শতাংশ করে ভোট পেতে পারে। এ জাস্ট রাশিয়া পেতে পারে ৮ শতাংশ ভোট।
সবশেষ স্টেট দুমায় (নিম্নকক্ষ) এই চারটি দলেরই আধিপত্য ছিল।
অন্যদিকে, উদার বিরোধী দলগুলো এবারের নির্বাচনে ৫ শতাংশ করে ভোট পেতেও ব্যর্থ হবে বলে প্রতীয়মান হচ্ছে।
রোববার এ পার্লামেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে প্রথমবারের মতো ইউক্রেন থেকে বেরিয়ে রাশিয়ার সঙ্গে যুক্ত ক্রিমিয়ার জনগণও অংশ নেয়।