১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে : পলক
০৩ অক্টোবর ২০১৬, ১১:০১
৩ অক্টোবর, ২০১৬ (বাসস) : তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, সারাদেশের ১০ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করা হবে।
তিনি আজ সংসদে সরকারি দলের হুইপ শহীদুজ্জামান সরকারের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, সরকার ইতোমধ্যে সারাদেশে ৫ হাজার ৫শ’ শিক্ষা প্রতিষ্ঠানে ডিজিটাল ল্যাব এবং ৩০ হাজার প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করা হয়েছে। তিনি বলেন, দেশে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত ১ লাখ ৭০ হাজার শিক্ষা প্রতিষ্ঠিান রয়েছে।
তিনি বলেন, দেশকে ডিজিটাল ওয়ার্ল্ডের মহাসড়কে পৌঁছানোর উদ্যোগ গ্রহণ করায় গত ১৯ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা সজিব ওয়াজেদ জয় ‘তথ্য প্রযুক্তি অ্যাওয়ার্ড’ লাভ করেছেন।
জুনাইদ আহমেদ পলক বলেন, ২০১৮ সালের মধ্যে দেশের আইটি সেক্টরের রপ্তানী আয় ১ বিলিয়নে পৌঁছবে। এই খাতের রপ্তানী আয় ২০২১ সালে ৫ বিলিয়ন উন্নীত হবে। বর্তমানে দেশের রপ্তানী আয় ৩৩ বিলিয়ন বলে তিনি উল্লেখ করেন।