প্রচ্ছদ

বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকে টিউশন ফি আদায় প্রশ্নে রুল

০৩ অক্টোবর ২০১৬, ১৬:৪৩

ফেঞ্চুগঞ্জ সমাচার

ঢাকা, ৩ অক্টোবর ২০১৬(বাসস): প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি ও ভর্তি ফি আদায় কেন অবৈধ ঘোষণা করা হবে না-তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।
সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি কাজী ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ স্ব-প্রণোদিত হয়ে এ আদেশ দেয়।
রুলে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে না-তাও জানতে চাওয়া হয়। আগামী ২ সপ্তাহের মধ্যে শিক্ষা সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে হবে।
৩ আগস্ট একটি জাতীয় দৈনিকে‘বৃত্তিপ্রাপ্তদের কাছ থেকেও টিউশন ফি আদায়’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। আজ ওই প্রতিবেদন আদালতের নজরে আনেন আইনজীবী আমির হোসেন। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।
প্রতিবেদনে বলা হয়, যারা প্রাথমিক ও অষ্টম শ্রেণির পরীক্ষায় বৃত্তি পাবে তাদের কাছ থেকে টিউশন ফি আদায় করা যাবে না- সরকারের এমন কঠোর নির্দেশনাও মানছে না অনেক বেসরকারি স্কুল। ভর্তি ফি, নিবন্ধন ফি, উন্নয়ন ফি, টিউশন ফি-সহ সব ধরনের ফি-এর টাকাই বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কাছ থেকে আদায় করছে এসব প্রতিষ্ঠান। ফলে বৃত্তি পাওয়ার মাধ্যমে ততটা আর্থিক সুবিধা পাচ্ছে না স্বীকৃত এসব মেধাবীরা।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার