“বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ছোট শেখ রাসেলকে হত্যা করা হয়েছে-প্রধানমন্ত্রী শেখ হাসিনা
১৮ অক্টোবর ২০১৬, ২৩:২০
“সব কষ্ট বুকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কোনো শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হবে না। বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতেই একাত্তরের পরাজিত শক্তির দোসরররা ছোট রাসেলকেও ছাড় দেয়নি। তিনি বলেন, তাদের একটাই উদ্দেশ্য ছিল এদেশের সব অর্জন ব্যর্থ করে দেয়া।
মঙ্গলবার সকালে রাজধানীর কৃষিবিদ ইন্সটিটিউটে শেখ রাসেলের জন্মদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রধানমন্ত্রী জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়তে যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে আগামী প্রজম্নের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।
দেশের একটা মানুষও ক্ষুধার্থ ও গৃহহারা থাকবে না। প্রতিটি শিশু স্কুলে যাবে পড়াশুনা করবে, এই ধরনের সমাজ ব্যবস্থা গড়ে তোলাই হল মূল লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। তবে এ ব্যবস্থা গড়ে তোলা কঠিন, কিন্তু সবার সম্মিলিত চেষ্টায় তা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, সব কষ্ট বুকে নিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছি। বাংলাদেশের কোনো শিশু লেখাপড়া থেকে বঞ্চিত হবে না। বাংলাদেশের মানুষ কারো কাছে মাথা নত করবে না।
১৫ আগস্টকে কারবালার সঙ্গে তুলনা করা যায়। ঐদিন বঙ্গবন্ধুর পরিবারের কাউকে রেহাই দেয়া হয়নি। বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে ছোট শেখ রাসেলকে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে স্বাধীনতা এনে দেয়ার অপরাধে বঙ্গবন্ধুর পরিবারকে হত্যা করা হয়।
শিশু কিশোরদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের জন্য ও জাতির জন্য যেকোনো ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে। পিতা মাতা ও শিক্ষকদের প্রতি সম্মান দেখাতে হবে।
শিক্ষার্থীদের পড়াশোনায় মনযোগী হওয়ার উপদেশ দিয়ে প্রধানমন্ত্রী জানান, শিক্ষিত জাতি পারে দেশকে দারিদ্রমুক্ত করতে। এ বিষয়ে সবাইকে নজরে রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী।
সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন