হিলারিকে ভোট না দিলে ঝুঁকিতে পড়বে বিশ্ব : ওবামা
০৩ নভেম্বর ২০১৬, ১৭:২০
ওয়াশিংটন, ৩ নভেম্বর, ২০১৬ (বাসস): মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনকে ভোট দেয়ার জন্য সব জাতিগোষ্ঠীর ডেমোক্রেটদের প্রতি আহ্বান জানিয়েছেন।
নর্থ ক্যারোলাইনায় এক সমাবেশে ভাষণে ওবামা হুঁশিয়ার করে বলেন, যুক্তরাষ্ট্র ও পৃথিবীর ভাগ্য ঝুঁকির মধ্যে রয়েছে।
তিনি আরো বলেন, ‘আপনার কাঁধেই এখন রাষ্ট্রের ভাগ্য।’
ওবামা বলেন, ‘পৃথিবীর ভাগ্য টল-টলায়মান। আমাদের সঠিক পথে নিয়ে যাওয়ার বিষয়টিকে নর্থ ক্যারোলাইনাকেই ঠিক করতে হবে।’
ওবামা বলেন, হিলারির প্রতিদ্বন্দ্বী রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প আমাদের কষ্টার্জিত নাগরিক অধিকারের প্রতি হুমকি।
এদিকে ট্রাম্প বলেন, ওবামার উচিত হিলারির পক্ষে প্রচারণা বন্ধ করা এবং রাষ্ট্র পরিচালনার দিকে নজর দেয়া।
ফ্লোরিডায় এক সমাবেশে দেয়া ভাষণে ট্রাম্প বলেন, ‘কথা হচ্ছে, কেউই ওবামার আরো চার বছরের শাসন দেখতে চায় না।’
তিনি আরো বলেন, হিলারি সাম্প্রতিক দিনগুলোতে ‘বিচলিত’ হয়ে পড়েছেন।
প্রেসিডেন্ট বারাক ওবামা তার সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ‘আমি এই নির্বাচনে নেই। কিন্তু আমি আপনাদের বলছি ভোট প্রদানের ক্ষেত্রে সৎ থাকুন। ভোট দেওয়ার ক্ষেত্রে সুবিচার করুন। আপনাদের এই ভোটের ওপরেই আমাদের অগ্রগতি ও গণতন্ত্রের ভাগ্য নির্ভর করছে।’