সবুর বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ও উপ-দপ্তর বিপ্লব বড়ুয়া
০৬ নভেম্বর ২০১৬, ১৬:৪৩
ঢাকা, ৬ নভেম্বর ২০১৬ (বাসস) : আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার্স মো. আবদুস সবুর ও উপ-দপ্তর সম্পাদক হিসেবে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
এ নিয়ে আওয়ামী লীগের ৮১ সদস্যের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের ৭৬টি পদে নির্বাচিতদের নাম ঘোষিত হলো। এখনও ফাঁকা থাকা ৫টি পদের মধ্যে রয়েছে তিনটি সভাপতিমন্ডলীর সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং কন্দ্রেীয় কমটিরি সদস্য একজন।
আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ কথা জানিয়ে বলা হয়, দলের সভাপতি শেখ হাসিনা গত ২২ ও ২৩ অক্টোবর ২০১৬ অনুষ্ঠিত আওয়ামী লীগের ২০তম জাতীয় কাউন্সিল কর্তৃক প্রদত্ত ক্ষমতাবলে ইঞ্জি. মো. আবদুস সবুরকে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ও ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াকে উপ-দপ্তর সম্পাদক হিসেবে মনোনয়ন প্রদান করেছেন।
এছাড়াও সালমান এফ রহমানকে বেসরকারি খাত উন্নয়ন বিষয়ক উপদেষ্টা হিসেবে মনোনয়ন প্রদান করা হয়েছে।