প্রচ্ছদ

দেশের মানুষের কাছে উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে জেলা সফর করবে আওয়ামী লীগ

০৭ নভেম্বর ২০১৬, ১৪:৫৭

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-11-07_6_692882ঢাকা, ৭ নভেম্বর ২০১৬  : দেশের মানুষের কাছে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরতে জেলা সফর শুরু করবে আওয়ামী লীগ। ডিসেম্বরের শেষের দিকে অথবা নতুন বছরের শুরুতে এ সফর শুরু করবে দলটির নব নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।
আগামী জাতীয় নির্বাচনকে মাথায় রেখে আওয়ামী লীগের নেতৃবৃন্দ সারাদেশ সফর করবে। পাশাপাশি সমাজের নিঃস্ব ও গৃহহীনদের তালিকা প্রণয়ন, জনগণের সঙ্গে সম্পর্ক উন্নয়ন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদ মোকাবিলায় জনগণকে আরও বেশি সম্পৃক্ত করা ও সরকারের উন্নয়ন কর্মকান্ডগুলো মানুষের কাছে তুলে ধরা হবে এই সফরের মূল লক্ষ্য।
এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, নতুন কমিটি সারাদেশ সফর করবে। আগামীকাল দলের কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভা। সেই সভায় আমরা কিছু কর্মপরিকল্পনা নির্ধারণ করব। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তা অনুমোদন দিয়ে আমাদের যে ভাবে দিক নির্দেশনা দিবেন সে অনুযায়ী কাজ করবো। এই কমিটির লক্ষ্যই হবে আগামী নির্বাচনে দলকে জয়ী করা।
আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, জেলা সফরের মূল লক্ষ্য হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের বিজয় নিশ্চিত করা। তারা বলেন, জেলা সফর করে আমরা জনগনের সামনে সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড তুল ধরবো। জনগণের সংস্পর্শে গিয়ে তাদের মন জয় করে নেয়ার পাশাপাশি দল ও সরকারকে আরও বেশি শক্তিশালী করাই এই সফরের উদ্দেশ্যে।
ইতোমধ্যে গৃহহীনদের ঘর নির্মাণ করে দেয়ার পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ সরকার। আগামী দিনের ভোটযুদ্ধকে কেন্দ্র করেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এর আগে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের জাতীয় ত্রি-বার্ষিক সম্মেলনে বাংলাদেশের দরিদ্র ও গৃহহীন মানুষের তালিকা করতে নেতাকর্মীদের প্রতি আহবান জানান।
দলের নীতি-নির্ধারকরা মনে করছেন, এই জেলা সফরের কর্মসূচি সফল করতে পারলে দলের জনসমর্থন যেমন বাড়বে, তেমনি ভোটও বাড়বে। এ উদ্যোগের ফলে ফলভোগীরা কখনোই উপকারের কথা ভুলতে পারবে না। তাই আগামী নির্বাচনের আগে এ পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে হতদরিদ্র শ্রেণির সমর্থন আওয়ামী লীগের পক্ষে যাবে।
জানা গেছে, আগামীকালের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথ সভায় জেলায়-জেলায় সফর শুরু করার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। কবে থেকে জেলা সফর শুরু হবে, সংগঠনকে কিভাবে আরও বেশি গতিশীল করা যায়, সে ব্যাপারেও সবার অভিমতের ভিত্তিতে কর্মপরিকল্পনা নেয়া হবে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দলের এক সভায় বলেন, আওয়ামী লীগের পরবর্তী এজেন্ডা জাতীয় নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে জনগণের ভালোবাসা অর্জন এবং মন জয় করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ আমাদের দলের চেয়েও অনেক উচ্চতায় রয়েছেন। তিনি যে দলের নেতৃত্ব দিচ্ছেন, সেই আওয়ামী লীগকেও জনপ্রিয়, শক্তিশালী, আধুনিক এবং গতিময় করতে হবে। তবেই সরকার যেমন শক্তিশালী তেমন আওয়ামী লীগও শক্তিশালী হবে।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেন, সম্মেলনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা তার ভাষণে সমাজের হতদরিদ্র ও গৃহহীন মানুষের তালিকা তৈরি করে সরকারের কাছে জমা দিতে দলীয় নেতাদের প্রতি আহবান জানিয়েছেন। একেবারে তৃণমূল থেকে এ তালিকা করতে হবে। এর জন্য আমাদের সফরে নামার প্রয়োজন রয়েছে।
তিনি বলেন, জঙ্গিবাদ-সন্ত্রাসবাদের বিরুদ্ধে জনগণকে সম্পৃক্ত করতেও আমাদের মানুষের কাছে যেতে হবে। এরই অংশ হিসেবে জেলা সফর করবে আওয়ামী লীগ।(বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার