প্রচ্ছদ

দেশরত্ম শেখ হাসিনা ভবনের উদ্বোধন করলেন মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি

১৩ নভেম্বর ২০১৬, ১১:৩৮

ফেঞ্চুগঞ্জ সমাচার

img_3445-900x450সিলেট-৩ আসনের এমপি, প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য, জাতীয় সংসদের প্যানেল স্পীকার মাহমুদ উস সামাদ চৌধুরী বলেছেন, দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জের একাংশে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়ন সাধিত হয়েছে। ইতিমধ্যে দু’টি হাইস্কুলকে মডেল করা হয়েছে। বেশ কয়েকটি হাইস্কুল সরকারীকরণের প্রক্রিয়াধীন রয়েছে। ইনশাআল্লাহ বর্তমান সরকারের আমলে সিলেট-৩ নির্বাচনী এলাকায় শিক্ষা, কৃষি, যোগাযোগ, স্বাস্থ্য, বিদ্যুৎ সহ আরো বিভিন্ন উন্নয়ন প্রকল্প সাধিত হবে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কম্পিউটার ল্যাব, প্রজেক্টর সহ ডিজিটাল সামগ্রী প্রদান করেন। এতে শিক্ষার্থীদের আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে সহজতর করা হয়েছে। তিনি শিক্ষার্থীদেরকে লেখাপড়ায় আরো মনোনিবেশ হওয়ার আহ্বান জানান।

এমপি মাহমুদ উস সামাদ চৌধুরী ১২ নভেম্বর শনিবার দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার রেবতী রমন উচ্চ বিদ্যালয়ে ৬৭ লাখ টাকা ব্যয়ে নব নির্মিত দেশরত্ম শেখ হাসিনা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ¦ চুনু মিয়ার সভাপতিত্বে ও সেলিম আহমদ মেম্বারের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইমাদ উদ্দিন নাসিরী, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রাজ্জাক হোসেন, মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল, সদর উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইস্তা মিয়া, আওয়ামীলীগ নেতা শাহ ছমির উদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক বরুন কান্তি তালুকদারের স্বাগত বক্তব্যের মাধ্যমে সূচিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোগলাবাজার ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শানর মিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন, দাউদপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আহমদ হোসেন খোকন, কৃষকলীগ নেতা হাজী দুদু মিয়া, যুবলীগ নেতা সুহেল আহমদ কর্নেল, শমছ উদ্দিন মেম্বার, আইযুব হোসেন মেম্বার, মকবুল হোসেন মেম্বার, শিক্ষক মুক্তি সেন সামন্ত, রেবতী রমন উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল খালিক তুতী, মাসুক মিয়া, জায়েদ হোসেন, আয়শা বেগম, শিক্ষক নীহারঞ্জন ভৌমিক, বিশ^নাথ তালুকদার, সারোওয়াজ্জামান, রেবতী রমন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ সভাপতি জাহিদ আলম খিজির, প্রধান শিক্ষক শাহ ফারুক, আওয়ামীলীগ নেতা সুরঞ্জিত দাস, পংকি মিয়া, আব্দুল হাদী, সুরমান আলী, কাওছার আহমদ, জিলাল আহমদ, ইস্কন্দর আলী, নজির আলী নজই, সাবেক শিক্ষক রাহাদুজ্জামান, ছাত্রলীগ নেতা নন্দন পাল, মইন উদ্দিন। অনুষ্ঠানে কুরআন থেকে তেলাওয়াত করেন শিক্ষক মাওলানা মোঃ ফয়ছল আহমদ, গীতা পাঠ করেন তপন কুমার বড়াল।

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার