প্রচ্ছদ

রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের সমর্থন চেয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট

১৬ নভেম্বর ২০১৬, ১৬:৩৪

ফেঞ্চুগঞ্জ সমাচার

2016-11-16_3_384603১৬ নভেম্বর ২০১৬ : ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পোরোশেঙ্কো ‘রাশিয়ার আগ্রাসনের’ বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন চেয়েছেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে ট্রাম্প বিজয়ী হওয়ায় অভিনন্দন জানাতে গতকাল মঙ্গলবার তাকে ফোন করেন পোরোশেঙ্কো। এ সময় তিনি ক্রিমিয়ায় রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে ট্রাম্পের সহায়তা চান।
নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প টিভি বিতর্কে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের প্রশংসা এবং মস্কোর বিরুদ্ধে পশ্চিমা জোটের অবস্থানের স্পষ্ট বিরোধিতা করেন।
চলতি বছরের শুরুতে ট্রাম্প বলেছিলেন, রাশিয়ার ক্রিমিয়া দখল যুক্তরাষ্ট্র মেনে নিতে পারতো। আর এটা দুই দেশের সম্পর্ক উন্নয়নে সহায়ক হত।
গত ৮ নভেম্বরের নির্বাচনে বিজয়ী হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানিয়ে পেরোশেঙ্কো বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে কৌশলগত অংশীদারিত্ব আরো জোরদারে ট্রাম্পের নতুন প্রশাসনের সঙ্গে একসাথে কাজ করার আশা করেন। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।
পেরোশেঙ্কো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে যুদ্ধ ও দেশটিতে গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়নে ওয়াশিংটনের জোরালো সমর্থনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
বিবৃতিতে বলা হয়েছে, উভয় নেতা ‘একটি দ্বিপক্ষীয় বৈঠকের’ ব্যাপারে একমত হয়েছেন। তবে এ ব্যাপারে বিস্তারিত জানানো হয়নি। (বাসস)

সংবাদটি ভাল লাগলে শেয়ার করুন
0Shares

সর্বশেষ সংবাদ শিরোনাম

ফেসবুকে ফেঞ্চুগঞ্জ সমাচার